AFC U23 Asian Cup: ৯৫ মিনিটে করা গোল হার মানল ভারত

AFC U23 Asian Cup 2024 Qualifiers: কিক অফ হওয়ার পর থেকে শুরু হয়েছিল তুল্যমূল্য ম্যাচ। ধারেভারে এগিয়ে থাকা চীনের বিরুদ্ধে দারুণ লড়াই দিয়েছে ভারতের অনূর্ধ্ব ২৩ ব্রিগেড।

AFC U23 Asian Cup

AFC U23 Asian Cup 2024 Qualifiers: কিক অফ হওয়ার পর থেকে শুরু হয়েছিল তুল্যমূল্য ম্যাচ। ধারেভারে এগিয়ে থাকা চীনের বিরুদ্ধে দারুণ লড়াই দিয়েছে ভারতের অনূর্ধ্ব ২৩ ব্রিগেড। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে হল ফয়সালা। চীনের পক্ষে স্কোরলাইন ২-১।

শনিবার AFC অনূর্ধ্ব ২৩ কোয়ালিফয়ার ম্যাচে চীনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতে। চীনের মাঠে ছিল ম্যাচ। শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক মেজাজে। তৈরি হয়েছিল একাধিক সুযোগ। চীনের মতো ভারতও তৈরি করেছিল বেশ কিছু অ্যাটাকিং মুভ। নেওয়া হয়েছিল একাধিক দূর পাল্লার শট। প্রথম পনেরো মিনিটের মধ্যে গোল তুলে নেওয়ার মতো জায়গায় চলে গিয়েছিল দুই দল। তবে বিরতির আগে পর্যন্ত ব্যবধান বাড়াতে পারেনি কোনো পক্ষই।

   

দ্বিতীয়ার্ধে হল তিনটি গোল। প্রথমে এগিয়ে গিয়েছিল চীনের অনূর্ধ্ব ২৩ দল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছিল চীন। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি Tao Qianglong।

এক গোল পিছিয়ে পড়ার পর অবশ্য আশাহত হয়নি টিম ইন্ডিয়া। বরং সমতায় ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে ছেলেরা। শেষ পর্যন্ত নরেন্দ্র গেহলট। ম্যাচ ততক্ষণে গড়িয়েছে অতিরিক্ত সময়ে। একটি লং থ্রো থেকে জটলা তৈরি হয়েছিল চীনা দুর্গের সামনে। বল পেয়ে নীচু করে নেওয়া শটে ভারতকে সমতায় ফেরান নরেন্দ্র। ভারত সমতায় ফেরার মিনিট তিনেকের মধ্যে ফের এগিয়ে যায় চীন। Naibijiang Mohemaiti গোলটা হয়ে রইল ম্যাচের নির্ণায়ক মুহূর্ত।