AFC Champions League : ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ফুটবলারের গোলে ইতিহাস গড়ল ভারতীয় ক্লাব

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করেছে এয়ার ফোর্স ক্লাবকে।…

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করেছে এয়ার ফোর্স ক্লাবকে।

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বই সিটির । দুই দলই চালিয়েছিল তুল্যমূল্য লড়াই। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা এগিয়েই ছিল এয়ার ফোর্স ক্লাব। মাঝমাঠে বলের দখল, আক্রমণ শানানোর ব্যাপারে তারা টেক্কা দিয়েছিল মুম্বাইকে।

গোলের সুযোগ তৈরি হলেও প্রথম অর্ধ ছিল গোল শূন্য। বিরতির কিছু পরে এগিয়ে গিয়েছিল এয়ার ফোর্স। ৫৯ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা ইরাকের হামাদি আহমেদ তাঁর দলকে এগিয়ে দিয়েছিলেন।

পিছিয়ে পড়েও দমে যায়নি মুম্বাই। প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকেন আহমেদ জহুরা। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ডিয়েগো মরিসিও। পাঁচ মিনিট পরেই ফের গোল। এবার স্কোরশিটে নাম তুললেন রাহুল ভেকে। এটিই ম্যাচের জয়সূচক গোল। ১-২ গোলে ম্যাচ জিতে নেয় মুম্বাই সিটি এফসি।

AFC Champions League
গোল করার পর ইস্টবেঙ্গলে খেলে যাওয়া রাহুল ভেকে।

রাহুল ভেকে ইস্টবেঙ্গলে খেলেছিলেন ২০১৫-১৭ মরশুমে। লাল হলুদ জার্সিতে অংশ নিয়েছিলেন ৩৬ ম্যাচে। করেছিলেন ৪ টি গোল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ভালো খেলেই হারতে হয়েছিল মুম্বাইকে। তিন গোলে ম্যাচ জিতেছিল আল শাবাব। জোড়া গোল করে পার্থক্য গড়ে দিয়েছিলেন লিওনেল মেসির একদা সতীর্থ এভার বানেগা।