ধর্মতলায় সমাবেশের আগে ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী ! CPIM-এর হলটা কী?

‘ডেকেছে ক্যাপ্টেন যেতে হবে ধর্মতলা’। এর সঙ্গে হ্যাশটাগ ‘ক্যাপ্টেন’ দিয়ে টালিগঞ্জের বামপক্ষের অভিনেতা অভিনেত্রীদের বার্তা আসছে। একই বার্তা দিচ্ছেন কলকাতার আলোচিত আইনজীবীরা। সঙ্গে বাম ছাত্র…

‘ডেকেছে ক্যাপ্টেন যেতে হবে ধর্মতলা’। এর সঙ্গে হ্যাশটাগ ‘ক্যাপ্টেন’ দিয়ে টালিগঞ্জের বামপক্ষের অভিনেতা অভিনেত্রীদের বার্তা আসছে। একই বার্তা দিচ্ছেন কলকাতার আলোচিত আইনজীবীরা। সঙ্গে বাম ছাত্র যুব সংগঠন ও সিপিআইএমর (CPIM) দলীয়স্তরে চলছে ‘ডেকেছে ক্যাপ্টেন’ প্রচার। প্রতি প্রচারে বার্তায় মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) ছবি! ক্যাপ্টেন মীনাক্ষী! সিপিআইএমের হলটা কী? এই প্রশ্ন তীব্র।

সিপিআইএমের গঠনতন্ত্র অনুসারে ব্যক্তি নয় দলই শীর্ষে এই নীতি আছে। প্রয়াত জ্যোতি বসু ও দশরথ দেবের (ত্রিপুরার কিংবদন্তি উপজাতি নেতা ও মুখ্যমন্ত্রী) মতো কিছু বিরল নেতা সেই সীমারেখা পার করেছিলেন তাঁদের ব্যক্তিগত ক্যারিশ্মায়। ১৯৬৪ সালে সিপিআইএমের জন্মবর্ষ ধরে অনেক তাবড় নারী নেত্রী থাকলেও এই প্রথম মীনাক্ষী মুখার্জির নামের আগে ‘ক্যাপ্টেন’ শব্দ বসল। তাৎপর্যপূর্ণ, প্রয়াত জ্যোতি বসুকে বঙ্গজ বাম নেতারা এখনও ‘ক্যাপ্টেন’ বলে সম্মান দেন। 

সিপিআইএম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির নামের আগে ‘ক্যাপ্টেন ‘বসানো বিরলতম বলেই রাজনৈতিক মহলে আলোচনা। সেই বিতর্কে উঠে আসছে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে শূন্য হয়ে যাওয়া সিপিআইএমের নতুন প্রজন্মের মুখ মীনাক্ষী।

ধর্মতলায় বাম শিবিরের ইনসাফ সমাবেশ। সেই সমাবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। এদিকে সিপিআইএম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা প্রশাসনকে। তিনিও অনড় সভা করতে।

কাজ ও শিক্ষার দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে এবং শাসক দলের হিংসার বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার ধর্মতলা অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন৷

কর্মসূচিতে সমাবেশের জন্য এখনও মেলেনি সমাবেশের অনুমতি। লালবাজারে ঘন্টাখানেক বৈঠকে করে মীনাক্ষী মুখ্যোপাধ্যায়রা৷ তাতেও বরফ গলেনি৷ পুলিশের অনুমতিকে উপেক্ষা করেই ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধতে চায় তাঁরা। যার মাধ্যমে শাসক দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চান তারা।

গত বছরের বৈঠকে একে গোপালন ভবনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী দিনে ছাত্র-যুবদের সামনে রেখেই চলবে সমস্ত কর্মসূচি৷ সেইমতো নিজেদের জায়গা ছেড়ে নতুনদের স্বাগত জানিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা৷ বারবার চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে বাম ছাত্র-যুবরা সোচ্চার হলেও এর প্রভাব আগামী দিনে পঞ্চায়েত ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে।