Prashant Kishore: হপ্তায় দু‘বার সোনিয়া সাক্ষাতে প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগের সম্ভাবনা বাড়ল

কংগ্রেসে যোগ দিতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)! এই নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। তবে প্রশ্ন উঠছে, ভোটকুশলী হাত শিবিরে (Congress) যোগ দিলে…

কংগ্রেসে যোগ দিতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)! এই নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। তবে প্রশ্ন উঠছে, ভোটকুশলী হাত শিবিরে (Congress) যোগ দিলে দলে তাঁর অবস্থান কী হবে?

শুধু তাই নয়, ২৪ সালের লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোর যদি দলে যোগ দেন তাহলে দেশের রাজনৈতিক হাওয়া নতুন করে ঘুরতে পারে বলেও মনে করছে বিশিষ্ট মহল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্র মারফত খবর, দলীয় নেত্রী সোনিয়া গান্ধী প্রবীণ কংগ্রেস নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Badhra) সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রিয়াঙ্কা গান্ধী ও দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলার পর তিন দিনের মধ্যে দ্বিতীয়বার প্রশান্ত কিশোরের সঙ্গেও দেখা করেন তিনি। যদিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই আলোচনায় অংশ নেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানান, ‘চূড়ান্ত সিদ্ধান্তটি সোনিয়া গান্ধীর উপর ছেড়ে দেওয়া হয়েছে । রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পরামর্শ করে কিশোরের সঠিক ভূমিকা এবং ২০২৪ সালের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তিনি দলে যোগ দেবেন কিনা বা দলের নির্বাচনী কৌশলকে সমর্থন করবেন কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। “

সূত্রের খবর, কংগ্রেসের একটি প্যানেলকে প্রশান্ত কিশোরের পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এক সপ্তাহের মধ্যে সোনিয়া গান্ধীর কাছে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, পিকে সোনিয়াকে পরামর্শ দিয়েছেন, উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশায় একক ভাবে এবং তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে জোট গ়ড়ে এগোনো উচিত কংগ্রেসের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাহুল গান্ধীও পিকের এই পরামর্শকে সঠিক বলে মনে করেন।