‘পঞ্চায়েত পদযাত্রা’ কর্মসূচি বিজেপির, নেতা-কর্মীর অভাব নিয়ে মুরলীধরে আলোচনা

পঞ্চায়েত ভোটের আগে নিজেদের জমি শক্ত করছে সব রাজনৈতিক দল। নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা বিরোধীদের চাপ বাড়িয়েছে। একইভাবে এবার ‘গ্রাম সম্পর্ক…

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

পঞ্চায়েত ভোটের আগে নিজেদের জমি শক্ত করছে সব রাজনৈতিক দল। নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা বিরোধীদের চাপ বাড়িয়েছে।

একইভাবে এবার ‘গ্রাম সম্পর্ক অভিযানে’র দ্বিতীয় পর্বে ‘পঞ্চায়েত পদযাত্রা’র সিদ্ধান্ত বিজেপির। নবজোয়ার কর্মসূচিতে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

মানুষের ভিড়ে মিশে তাঁদের সমস্যার কথা জানছেন। এই কর্মসূচির ব্যাপক সাড়াও মিলছে। তাই এবার এই পথে হাঁটবে বিজেপি। এবার তাঁরা ঘুরবে রাজ্যের পঞ্চায়েতে।

জানা গিয়েছে, এই “পঞ্চায়েত পদযাত্রা”র দৈর্ঘ্য হবে ৫০০০ কিলোমিটার এবং এই পদযাত্রার মাধ্যমে ২০০ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০০ টি গ্রাম পঞ্চায়েতে এবং ৫০০০ টি গ্রামে যুব মোর্চার কার্যকর্তারা পৌঁছে যাবেন।

বিজেপি সূত্রে খবর, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রার মাধ্যমে ২৫ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করা হবে। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সম্মাননীয় শ্রী তেজস্বী সূর্য যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

এছাড়াও দলের সকল বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট পদযাত্রায় অংশগ্রহণ করবেন। পদযাত্রা চলবে ২১ দিন।