Narayan Debnath: খান সেনাদের গুলি ‘টিং’ করে বুকে লাগল, মুক্তিযুদ্ধে লড়ল বীর বাঁটুল

প্রসেনজিৎ চৌধুরী: তেড়ে এসেছে পাকিস্তানি খান সেনা। ঝোপ ঝাড় থেকে প্রতিরোধ করছেন মুক্তিযোদ্ধারা। অনেকেই গুলিতে জখম। চলছে এসপার-ওসপার লডাই। এমন সময় হামলে পড়ল বীর বাঁটুল…

প্রসেনজিৎ চৌধুরী: তেড়ে এসেছে পাকিস্তানি খান সেনা। ঝোপ ঝাড় থেকে প্রতিরোধ করছেন মুক্তিযোদ্ধারা। অনেকেই গুলিতে জখম। চলছে এসপার-ওসপার লডাই। এমন সময় হামলে পড়ল বীর বাঁটুল তার ৪০ ইঞ্চি ছাতি নিয়ে। তার বুকে লাগল গুলি। সেটা যেন লোহার দেয়ালে ধাক্কা খেয়ে টিং করে ছিটকে গেল।

বাঁটুল দি গ্রেট নেমেছে প্রতিবেশি দেশের রক্তাক্ত স্বাধীনতার সংগ্রামে। তার অভিনব শক্তির কাছে খড়কুঁটোর মতো উড়ে যাচ্ছে খান সেনা। মুক্তিযোদ্ধারা হতবাক। কে এই বীর ? এ কি মানুষ?

এভাবেই বাংলাদেশের মুক্তির লড়াইকে দেখেছিলেন নারায়ণ দেবনাথ। তাঁর তুলি পেনের আঁচড়ে অমিত শক্তিশালী বাঁটুল দি গ্রেট লড়াই করেছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে, ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে।

মুক্তিযুদ্ধের ৫০ বছরে প্রয়াত হলো বাঁটুল দি গ্রেট। সে থেকে গেল পাতায় পাতায়, মজাদার সব বিষয়ে। বাঁটুল প্রয়াত। হাঁদা ভোঁদা প্রয়াত। নন্টে ফন্টে কেল্টো প্রয়াত। বাহাদুর বেড়াল প্রয়াত। আসলে তাঁদের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথের প্রয়াণ হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার লড়াই নারায়ণ দেবনাথ দেখেছিলেন তাঁর অবস্থান থেকে। যে ব্যায়াম করা চেহারা বাঁটুল চরিত্রের তিনি স্রষ্টা তার বাস্তব কেউ ছিল কি? কেউ বলে ছিল, কেউ বলে কল্পনা। তবে স্রষ্টার নজরে ছিলেন তাঁরই পরিচিত এক বেঁটেখাটো ব্যায়ামবিদ, যার বুক, হাতের গুলি ছিল দেখবার মতো। কিন্তু পা ছিল সরু।

এমন বুক বাজানো বেঁটে মানুষটা কে হতে পারে? বহু আলোচনায় বারবার উঠে এসেছে বিশ্ব শ্রী ‘পকেট হারকিউলিস’ মনোহর আইচের নাম। তবে নারায়ণ দেবনাথ এ বিষয়ে নীরব ছিলেন।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্বজোড়া চর্চা চলছে। এই প্রেক্ষিতে অনেক চিন্তার পর বাঁটুল দি গ্রেট কে যুদ্ধে নামিয়েছিলেন নারায়ণ দেবনাথ। অবশ্য বাঁটুলের যুদ্ধ অভিজ্ঞতা ছিলই। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ যেটি বিশ্বের অন্যতম ট্যাংক লড়াই হিসেবে সুপরিচিত সেখানেও বাঁটুল নামে বিরাট প্যাটন ট্যাংক নিয়ে। শত্রুপক্ষ ঘায়েল হয়।

১৯৬৫ সালের পর ১৯৭১ সালের যুদ্ধে বাঁটুল কি আর স্থির থাকতে পারে? সে নেমেছিল পূর্ব পাকিস্তানের মাটিতে। তার অতিমানবিক কান্ডকারখানা নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধ চলছিল আর বাঁটুল ফুঁ দিয়ে খান সেনাদের উড়িয়ে দিচ্ছিল।

এভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে শৈশব ও কৈশোরের মাঝে তাদের মতো করে ধরে রেখেছেন নারায়ণ দেবনাথ।