Mysterious Disappearance: বইয়ের হদিশ মঙ্গল গ্রহে, এলিয়েনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা

Mysterious Disappearance: পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের সন্ধান নিয়ে গবেষণা চলছে বিজ্ঞানীদের। এর মধ্যে খোঁজ মিলল এক আশ্চর্যজনক জিনিসের। বহু গবেষণার পর পৃথিবীর পরে একমাত্র মঙ্গল গ্রহকে মানুষের বসতি স্থাপনের একটি বিকল্প হিসাবে ভাবছেন বিজ্ঞানীরা।

Book Missing on Mars Sparks Alien Fears, Scientists Worried

Mysterious Disappearance: পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের সন্ধান নিয়ে গবেষণা চলছে বিজ্ঞানীদের। এর মধ্যে খোঁজ মিলল এক আশ্চর্যজনক জিনিসের। বহু গবেষণার পর পৃথিবীর পরে একমাত্র মঙ্গল গ্রহকে মানুষের বসতি স্থাপনের একটি বিকল্প হিসাবে ভাবছেন বিজ্ঞানীরা।

ইতিমধ্যেই মঙ্গলে পাঠানো মহাকাশযান থেকে মঙ্গল গ্রহের বিভিন্ন ছবিও পাওয়া গেছে। পৃথিবীর বিজ্ঞানীরা এই ছবিগুলো নিবিড়ভাবে পরীক্ষা করে চলেছেন। এই সব ছবি থেকে মঙ্গলে জলের খোঁজ পাওয়া যায় কি না তাই নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি এই লাল গ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে অনেকটা বইয়ের মতো দেখতে এক বস্তু। এই ছবি দেখে মঙ্গলে এলিয়েন বসবাস নিয়ে সন্দেহ করেছেন বিজ্ঞানীরা। ক্লোজ-আপে‌ এই বইয়ের মতো জিনিসটি পাথরের তৈরি বলেই মনে করেছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, এই শিলাটির নাম দেওয়া হয়েছে টেরা ফার্ম। গত মাসেই এই বিশেষ শিলার খোঁজ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেকটা খোলা বইয়ের মতো দেখতে ।

মার্স রোভার নামের একটি মহাকাশযান গত দশ বছর ধরে মঙ্গল গ্রহ থেকে অনেক ছবি পাঠিয়েছে। মার্স রোভার মঙ্গলে যাওয়ার ৩৮০০ দিন পর টেরা ফার্মের ছবি পাঠায়। এই ছবি দেখা মাত্রই বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উত্‍সাহ দেখা গেছে।

এই ছবি দেখে নেটিজেনদের হাসির ঢল। বলেছেন হয়তো এলিয়েনরা শিক্ষিত তাই বইয়ের আকারের এই ছবির দেখা মিলেছে। এ নিয়ে অনেকেই মন্তব্য করে লিখেছেন, ‘এটা কী প্রকৃতির বই?”

আবার কেউ কেউ মন্তব্য করেছেন “যদি আরও কাছ থেকে দেখা যায়, তাহলে হয়তো লেখাও দেখতে পাওয়া যাবে”। এই নতুন শিলা থেকে আরও অনেক রহস্যের খোঁজ মিলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।