UPSC: ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষা কবে হতে চলেছে? বড়সড় ঘোষণা কমিশনের

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে পরবর্তী পরীক্ষাগুলির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী বছরের (২০২৪) সালের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে ইউপিএসসি (UPSC)।

UPSC Civil Service Exam

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে পরবর্তী পরীক্ষাগুলির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী বছরের (২০২৪) সালের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে ইউপিএসসি (UPSC)। সেই ক্যালেন্ডারে সিভিল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

পরীক্ষার দিনক্ষণ জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in)-এ যান। সেখান থেকেই দেখতে পারবেন অফিশিয়াল নোটিসটি। ইউপিএসসি (UPSC)- এর সিভিল সার্ভিস পরীক্ষা সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে। যথা, প্রিলিমিনারি, মেইন, ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। সাধারণত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা মেইনস পরীক্ষায় বসতে পারেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইউপিএসসি (UPSC)-এর ২০২৪ সালের প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ২৬ মে (রবিবার)। তার আগেই ১৪ ফেব্রুয়ারি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

ইউপিএসসি ছাড়াও ক্যালেন্ডার, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশন, ইন্ডিয়ান ফরেস্ট সায়েন্টিস্ট এক্সামিনেশন, কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস এক্সামিনেশনের মতো পরীক্ষাগুলির তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতি বছর এই ধরনের পরীক্ষাগুলিতে বহু সংখ্যক প্রার্থীরা অংশগ্রহণ করেন। আগ্রহী প্রার্থীরা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ বিস্তারিত জানতে পারবেন।

এরই মধ্যে ২০২৩-এর প্রিলিমস্ পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে৷ ২৮ মে প্রিলিমিনারি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে রাখতে হবে এই অ্যাডমিটকার্ড৷ কমিশনের পরামর্শ প্রার্থীদের সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৩-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ই-প্রবেশপত্রটি সুরক্ষিত রাখতে হবে।