ছাদনাতলায় ভারতের সর্ব কনিষ্ঠ মেয়র

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে কেরল সহ গোটা ভারত। জানা গিয়েছে, এবার ভারতের সর্বকনিষ্ঠ মেয়র আর্য রাজেন্দ্রন কেএম শচীন দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ…

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে কেরল সহ গোটা ভারত। জানা গিয়েছে, এবার ভারতের সর্বকনিষ্ঠ মেয়র আর্য রাজেন্দ্রন কেএম শচীন দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শচীন দেব বর্তমানে কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। দু’জনেই সিপিআই(এম)’র সদস্য।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এ বিষয়ে আর্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আমরা দুজনেই একই ধরনের রাজনৈতিক মতাদর্শের অনুসারী এবং এসএফআইতে আমরা একে অপরের পাশে থেকে কাজ করেছি। আমরা ভালো বন্ধু ছিলাম। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং তারপরে আমাদের পরিবারকে জানিয়েছি। যেহেতু আমরা দুজনেই নির্বাচিত জনপ্রতিনিধি, তাই আমরা দল এবং আমাদের পরিবারকে জানিয়েছি যাতে কোনও গুজব বা ভুল তথ্য না ছড়ায়।’ তিনি আরও জানিয়েছেন যে তারা এখনও বিয়ের তারিখ চূড়ান্ত করেননি। কোনও তারিখে সম্মত হওয়ার আগে দুই পরিবার এবং দলের সঙ্গে পরামর্শ করা হবে।

অন্যদিকে রাজেন্দ্রন এমন একটি পরিবার থেকে এসেছেন যা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর দীর্ঘদিনের সমর্থক হিসাবে চিহ্নিত করে। মেয়র হওয়ার সময় তিনি গণিতের বিএসসির ছাত্রী ছিলেন।

দেশের অন্যতম আলোচিত ও বিপুল বাণিজ্যিক লাভদায়ক শহর তিরুঅনন্তপুরমের মেয়র আর্য রাজেন্দ্রন।

কেএম শচীন দেব হলেন সিপিআই (এম) এর ছাত্র শাখা এসএফআইয়ের রাজ্য সম্পাদক। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে বালুসেরি (এসসি) আসন থেকে ২০,০০০ এরও বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। তিনি কোঝিকোড়ের গভর্নমেন্ট আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ থেকে ইংরেজিতে ডিগ্রি অর্জন করেন। এর পরে, তিনি কোঝিকোড়ের সরকারী আইন কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করেন।
তিনি সরকারি কলা ও বিজ্ঞান কলেজের ছাত্র ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন।