Alipore Zoo: কার দখলে চিড়িয়াখানার ইউনিয়ন? রায় দিলেন বিচারপতি

কার দখলে চিড়িয়াখানার ইউনিয়ন? বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত রায় দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আগামী এক মাসের মধ্যে আলিপুর আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।…

কার দখলে চিড়িয়াখানার ইউনিয়ন? বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত রায় দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আগামী এক মাসের মধ্যে আলিপুর আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে,

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও আলিপুর থানা ও ওয়াটগঞ্জ থানা নিরপেক্ষভাবে দেখবে যাতে প্রকৃত ইউনিয়নের আধিকারিকরা তাদের অফিসের দখল পায়। এক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও পুলিশ কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে সমস্ত অভিযোগ পুলিশ খতিয়ে দেখে তদন্ত করবে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট ওই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতে জমা করতে হবে আগামী এক মাসের মধ্যে।

   

সম্প্রতি চিড়িয়াখানার (Alipore Zoo) অফিস জবর দখল করার অভিযোগ ওঠে, এই নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। আলিপুর চিড়িয়াখানা পার্টি অফিস জবরদখল করে নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। চিড়িয়াখানা দীর্ঘ দিনের পার্টি অফিস ছিল। করোনা অতিমারীতে চিড়িয়াখানা সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। মহিলা নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়েছেন,যেখানে তিনি আক্রান্ত হওয়ার পরেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।

জু কর্তৃপক্ষ জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা ঘটনাস্থলে আসেন।চিড়িয়াখানা কতৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে মামলাকারিদের ওপর আক্রমণের ঘটনায় কতজন ছিলেন।তাঁদের কাছে আগ্নেও অস্ত্র ছিলো কিনা?তাঁরা চিড়িয়াখানার পাঁচিল টপকে ঢুকে ছিলেন কিনা তা আগামীকাল মঙ্গলবার দুপুরে জানাতে হবে কত জন কর্মী করোনা অতিমারীতে কাজ করছেন। আলিপুর চিড়িয়াখানার আজ এবং কাল কর্মী সহ কত মানুষ উপস্থিত ছিলেন।