Price Hike: পথে নেই বাস, ভাড়া বাড়াল উবর, চরম দুর্ভোগ

যত দিন এগোচ্ছে ততই বেড়ে চলেছে জ্বালানির মূল্য। স্বাভাবিকভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। এহেন অবস্থা ভাড়া বাড়ানোর…

যত দিন এগোচ্ছে ততই বেড়ে চলেছে জ্বালানির মূল্য। স্বাভাবিকভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। এহেন অবস্থা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল অ্যাপ ক্যাব সংস্থা উবর।

জানা গিয়েছে, উবরে ১২ শতাংশ ভাড়া বেড়েছে। এ বিষয়ে উবর কর্তৃপক্ষ সাফাই দিয়েছে, এই বর্ধিত ভাড়া চালকদের কমিশনের জন্য দেওয়া হবে। এছাড়া এবার থেকে গাড়িতে চালানো হবে এসি। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১২.১৯ টাকা প্রতি লিটার। গত ১২ দিনে ১০ বাড় বেড়েছে পেট্রোল, ডিজেলের মূল্য। প্রতি লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ০২ পয়সা।

এদিকে জ্বালানির মূল্য আকাশছোঁয়া হওয়ার জেরে কার্যত বাস চালানো দুঃসাধ্য হয়ে পড়ছে বাস মালিক সংগঠনগুলির। তাঁদের বক্তব্য, ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছে রাজ্য সরকার। বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। ভাড়া বাড়ানোর আবেদন জানানো হয়েছে। অন্যদিকে এই সুযোগে কিছু বাস ঘুর পথে বাস চালিয়ে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ তুললেন নিত্যযাত্রীরা। সেইসঙ্গে রাস্তায় খুব একটা বাসের দেখা না মেলায় চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।