অসচেতন কলকাতা, ২৬৬ বছর ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে এই ঐতিহাসিক কামান

একটা ব্রিটিশ আমলের কামান। কলকাতা (Kolkata) একদিন সাক্ষী থেকেছিল সিরাজ এবং ইংরেজদের। তাতে ব্যবহার করা হয়েছিল কিছু কামান। সেগুলি আবার মাটিতে বসিয়ে ছোঁড়া হয়েছিল।

canon stands in the kolkata

এটা কিন্তু একটা ব্রিটিশ আমলের কামান। কলকাতা (Kolkata) একদিন সাক্ষী থেকেছিল সিরাজ এবং ইংরেজদের। তাতে ব্যবহার করা হয়েছিল কিছু কামান। সেগুলি আবার মাটিতে বসিয়ে ছোঁড়া হয়েছিল। সে সব কামানের কিছু অংশ আজও দেখা যায়। মানুষ বুঝতেও পারে না কি ইতিহাসিক জিনিস দেখছেন তাঁরা। অনেকে বসে পড়েন এর উপরে। নিজের শহরের ইতিহাস নিয়ে অসচেতন হলে যা হয় আর কি।

সিরাজ ইংরেজ যুদ্ধে সেবার কলকাতা আক্রান্ত হয়েছিল। সেই প্রথম আর সেই শেষ। পুরনো কেল্লা রক্ষার সঙ্গে সিরাজের বাহিনীকে বাধা দিতে ইংরেজরা তিন জায়গায় কামান সাজিয়েছিল, যাকে সামরিক পরিভাষায় বলে ‘ব্যাটারি অব গানস’। এখনকার হাওড়া ব্রিজের কাছে ‘নর্থ ব্যাটারি’, লালবাজারের কাছে ‘ইস্ট ব্যাটারি’ আর রাজভবনের জায়গায় ‘সাউথ ব্যাটারি’। যুদ্ধবিগ্রহ কবে মিটে গিয়েছে— নবাব কি ব্রিটিশ কেউ আর নেই, কিন্তু সেই যুগের স্মৃতি নিয়ে কলকাতার বুকে রয়ে গিয়েছে কিছু কামান। ফেয়ারলি প্লেস আর স্ট্র্যান্ড রোডের মোড়ে ফুটপাতে চায়ের দোকানের পাশে মাটিতে আধখানা পোঁতা অবস্থায় আকাশের দিকে মুখ তুলে আছে এক কামান।

ঠিক এখানেই ছিল পুরনো কেল্লার উত্তর-পশ্চিম বুরুজ। ছবিতে যা দেখছেন তা সেই দুর্গের কামান। ইংল্যান্ডে ১৭৩২ সাল থেকে এই ধরনের কামান তৈরি শুরু হয়। ১৮ পাউন্ড ওজনের গোলা ছোড়া যেত এটি থেকে।