Benefits of Fenugreek: সকালে মেথি ভেজা জল নিয়ন্ত্রণ করবে সুগার থেকে কোলেস্টরল

Benefits of Fenugreek: বর্তমানে সুগার কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপের সমস্যা প্রত্যেকের বাড়িতে। সম্প্রতি এক সমীক্ষা বলছে আমাদের চারিপাশে প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে এমন ধরনের অসুখ।…

Benefits of Soaked Fenugreek Water

Benefits of Fenugreek: বর্তমানে সুগার কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপের সমস্যা প্রত্যেকের বাড়িতে। সম্প্রতি এক সমীক্ষা বলছে আমাদের চারিপাশে প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে এমন ধরনের অসুখ। এই সমস্ত রোগ আমাদের শরীরে বাহ্যিকভাবে কোন ক্ষতি না করলেও শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করতে শুরু করে।

যার ফলে লিভার থেকে শুরু করে কিডনি, চোখ এমনকি হৃদ যন্ত্রের ওপর সমস্যা দেখা দেয়। প্রথম থেকেই এই সমস্ত অসুখকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। সাধারণত আমাদের শরীরে ইনসুলিন হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে সুগারের মতো রোগ বাসা বাঁধে। অন্যদিকে সুগার একবার শরীরে প্রবেশ করলে সেই অর্থে সারা জীবনে পিছু ছাড়ে না।

পাশাপাশি কোলেস্ট্রল আমাদের সকলের শরীরেই থাকে কিন্তু তার মধ্যে যদি খারাপ কোলেস্টরের পরিমাণ বেড়ে যায় তাহলে ক্ষতি। তাই ঠিক সময় মত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করা যেতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ জিরে ভেজা জল খাওয়া যেতে পারে। কারণ জিরে ভেজা জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

তাছাড়া খাওয়া যেতে পারে মেথি এবং ধনে গুঁড়। সামান্য পরিমাণে মেথি এবং ধনে প্রথমে বিনা তেলে ভেজে নিতে হবে তারপর সেই মিশ্রণটিকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ জলে সামান্য পরিমাণ এই মিশ্রণ দিয়ে মিশিয়ে খেলে কেল্লাফতে।