Wednesday, November 29, 2023
HomeSports NewsRavi Ashwin : যশশ্বী এবং রুতুরাজের জন্য খুশি অশ্বিন, করলেন টুইট

Ravi Ashwin : যশশ্বী এবং রুতুরাজের জন্য খুশি অশ্বিন, করলেন টুইট

আইপিএলে অসম্ভব ভালো এবং ধারাবাহিক ভাবে ভালো খেলেছেন রুতুরাজ গায়েকওয়াড এবং যশশ্বী জয়সওয়াল। যথাযত ডাকও পেয়েছেন ভারতীয় দলে।

   

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন দুজনেই। যশস্বী কেবল টেস্টে থাকলেও রুতুরাজ টেস্ট এবং ওডিআই দুই দলেই আছেন। তাঁদের দলে জায়গা পাওয়া নিয়ে খুশি দলের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার টুইট করে আভিন্দন জানান দুজনকেই। টুইট করে লেখেন, “খুব খুশি যশশ্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়েকওয়াডের জন্য। ওরা উপযুক্ত।”

টেস্ট বিশ্বকাপে যথাযথ খেলতে না পারার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না চেতশ্বর পূজারা এবং উমেশ যাদব। যাচ্ছেন না শামিও, বোর্ড বিশ্রাম দিয়েছেন তাঁকে। দলে এসেছেন জয়দেব উনদকাট, নবদীপ সাইনি, উমরান মালিক এবং মুকেশ কুমার। অজিঙ্ক্য রাহানে ফিরে এসেছেন সহ অধিনায়ক হয়ে।

Latest News