Cardamom: প্রতিদিন সকালে খান একটি মাত্র এলাচ, ফল মিলবে হাতেনাতে

Eat One Cardamom Every Morning: আমাদের সকলের কাছেই নিজেদের ত্বক খুবই প্রিয় তাই ত্বককে সুরক্ষিত রাখতে আমরা নানা ধরনের পন্থা মেনে চলি। কিন্তু তাতেও একটা বয়সের পরে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হতে শুরু করে।

Boost Your Fruit Production Naturally with One Cardamom Every Morning
Eat One Cardamom Every Morning: আমাদের সকলের কাছেই নিজেদের ত্বক খুবই প্রিয় তাই ত্বককে সুরক্ষিত রাখতে আমরা নানা ধরনের পন্থা মেনে চলি। কিন্তু তাতেও একটা বয়সের পরে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হতে শুরু করে। সারাদিনের হাজারো পরিশ্রমের বাদে ত্বকের বিশেষভাবে যত্ন নেয় সকলে যাতে ত্বক সারাদিনের ক্লান্তি ভুলে থাকতে পারে কিন্তু তাতে সাময়িকভাবে স্বস্তি মিললেও পাকাপাকি কোন সমাধান হয় না।

বরং বয়স বাড়ার সাথে সাথে ত্বকের সমস্যা বাড়তে শুরু করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ত্বকের সমস্যার জন্য দায়ী মূলত পেটের রোগ। আমাদের সকলেরই কম বেশি অম্বল গ্যাস পেট খারাপের মতো সমস্যা দেখা দেয়, আর যার ফলে ত্বকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া চোখে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন বাজার চলতি ক্রিমের থেকে ত্বকের যত্ন নিতে সক্ষম এলাচ। প্রতিদিন সকালে একটি এলাচ (Cardamom) আপনার যৌবন ধরে রাখতে পারে সহজে।

এলাচের (Cardamom) মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা ব্রণের দাগ চোখের নিচে কালো দাগ সহজে মিটিয়ে ফেলতে পারে। পাশাপাশি আমাদের পরিপাকতন্ত্রকে সতেজ রাখে এলাচ। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে লাল চায়ের সাথে একটি এলাচ মিশে খাওয়ার জন্য যার ফলে পেটের সমস্যাও অনেকটা দূরে থাকবে।

পাশাপাশি একইভাবে এলাচ ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে অন্যদিকে আমাদের সকলের মুখে কমবেশি দুর্গন্ধ হয়ে থাকে বিশেষ করে সকালবেলা যার প্রধান কারণ হলো রাতে আমাদের মুখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আনাগোনা একটি মাত্র এলাচ এই দুর্গন্ধ সহজেই দূর করতে পারে। একইভাবে যাদের বাতের সমস্যা কিংবা বেশিতে টান ধরার মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কার্যকরী এলাচ।