Dental Hygiene: দাঁতের যত্ন নিন, নাহলে শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের মারণ রোগ

কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তবে আমরা সকলেই শরীর এবং ত্বকের যত্ন করে কিন্তু সেই অর্থে দাঁতের যত্ন কোনদিনই করি না। অন্যদিকে আমাদের শরীরে খাদ্যের প্রধান এবং মুখ্য প্রবেশদ্বার হল মুখ।

Why Dental Hygiene is Crucial for Preventing Deadly Diseases

কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তবে আমরা সকলেই শরীর এবং ত্বকের যত্ন করে কিন্তু সেই অর্থে দাঁতের যত্ন কোনদিনই করি না। অন্যদিকে আমাদের শরীরে খাদ্যের প্রধান এবং মুখ্য প্রবেশদ্বার হল মুখ। যার মাধ্যমে আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি যা আমাদের শরীরকে পুষ্টি জোগায় একই সাথে সারাদিনে কাজ করার মতো এনার্জি জুগিয়ে চলে।

তবে একটা বছর পর সকলেরই দাঁত নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম হলো দাঁতের ক্ষয় এবং দাঁত ব্যথা। যার ফলে অনেক সময় চিকিৎসকরা অস্ত্র প্রচার করে ক্ষতিগ্রস্ত দাঁতটিকে বাদ দিয়ে দেন। তবে বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম এর সাথে যুক্ত রয়েছে দাঁত সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে এমনই তথ্য।

   

গবেষণায় দেখা গিয়েছে, যাদের দাঁতের ক্ষয় রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে হৃদ রোগে আক্রান্ত হন। কারণ দাঁতের ক্ষয় শুরু হলে ক্ষয়প্রাপ্ত দাঁতের অংশ খাবারের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং তখনই হৃদ যন্ত্রের ধমনীকে ব্লক করতে শুরু করে যার ফলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল সঠিক পরিমাণে হয় না।

অন্যদিকে একইভাবে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণেও আমাদের দাঁত বিশেষ ভূমিকা নেয় কারণ দাঁত যে কোন খাবারকে ভালো করে পেশাই করে। যার ফলে খাদ্যের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদান আমাদের দেহে যথাযথ পরিমাণে প্রবেশ করে। কিন্তু দাঁত যদি আগে থেকেই ক্ষয়ে যায় তাহলে সেই মতো খাবার পেষায় করতে পারে না।

#DentalHygiene #OralHealth #TeethCare #PreventiveCare #HealthTips #DeadlyDiseases #Wellness