Tata Big Change: পরিবর্তন আনতে চলেছে টাটা, জুলাই মাসেই আসতে চলেছে নতুন লুক

Tata Big Change: একটা সময় ভারতীয় রাস্তার অঘোষিত রাজা ছিল হিন্দুস্থান মোটরস নির্মিত অ্যাম্বাসেডর, না প্রায় কয়েক দশক ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী আমলা সকলকেই পরিষেবা দিয়ে দিয়েছে।

Tata Set to Unveil New Look in July

Tata Big Change: একটা সময় ভারতীয় রাস্তার অঘোষিত রাজা ছিল হিন্দুস্থান মোটরস নির্মিত অ্যাম্বাসেডর, না প্রায় কয়েক দশক ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী আমলা সকলকেই পরিষেবা দিয়ে দিয়েছে।

অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রীদের ক্ষেত্রেই প্রথম পছন্দের ছিল এই গাড়ি, যা ছিল স্বঘোষিত বুলেট প্রুফ। তবে বর্তমানে ভারতীয় গাড়ির বাজারে অনেক পরিবর্তন এসেছে, একই সাথে উন্নত হয়েছে প্রযুক্তি। আর উন্নত প্রযুক্তির সাথে পাল্লা দিতে না পেরে কালের নিয়মে মিলিয়ে গিয়েছে হিন্দুস্থান অ্যাম্বাসেডর বা সকলের পছন্দের অ্যাম্বি।

অন্যদিকে বর্তমানে ভারতীয় বাজার দখল করে রয়েছে টাটা মোটরস। যারা প্রায় কয়েক দশক ধরে দেশের সাধারণ মানুষকে একই ভাবে পরিষেবা দিয়ে আসছে। প্রায়ই তারা তাদের নতুন নতুন ফিচার নিয়ে আসে গাড়িগুলির মধ্যে। পাশাপাশি একই ভাবে ভারতীয়দের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে এসইউভি গাড়ি। মূলত যাত্রী সুরক্ষা এবং আরামের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে এসইউভি গাড়িগুলি। আর সেদিকেই এবার নজর দিলো টাটা মোটরস।

সূত্রের খবর, খুব দ্রুত তারা এসইউভি গাড়িগুলিতে নিয়ে আসতে চলেছে ফেসলিফ্ট এর মত লুক। উল্লেখ্য, টাটা হ্যারিয়ার, সাফারি এবং নেক্সনের মতো এসইউভি গাড়িগুলিতে বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে টাটা মোটরস। সাথে থাকতে চলেছে এলইডি প্রজেক্টর হেড ল্যাম্প এবং টাচ্ স্ক্রীণসহ আরো বেশ কিছু অত্যাধুনিক ফিচার।

#Tata #NewLook #Rebranding #JulyLaunch #BrandUpdate #ExcitingNews #AutomotiveIndustry