গ্রীষ্মকালে যেকোনো ধরনের খাবার খেলেই দীর্ঘক্ষণ পেট ভার হয়ে থাকার একটা প্রবণতা দেখা যায়। কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের প্রভাবে আমাদের পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না। যার ফলে গ্যাস অম্বল বুক জ্বালা মতো সমস্যা অনেকটাই বেড়ে যায়। তাই সাধারণ মানুষ গ্রীষ্মকালে যেকোনো ধরনের খাবার একটু এড়িয়ে চলেন।
অন্যদিকে গ্রীষ্মকালে তরল পানীয় খাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায় যার ফলে পেট ভর্তি হয়ে থাকে সহজেই কিন্তু অতিরিক্ত পরিমাণে তরল পানিও আমাদের শরীরের পক্ষে তেমন উপকারী নয়। তাছাড়া মাঝেমধ্যে ভালো-মন্দ খেতে আমাদের সকলের ইচ্ছা করে কিন্তু গ্যাস অম্বলের কথা মাথায় রেখে অনেকেই অতিরিক্ত ঝাল মশলা যুক্ত খাবার গ্রীষ্মকালে খেতে পারি না।
অন্যদিকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খাওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। অনেক সময় চিকিৎসকের পরামর্শ মত আবার অনেক ক্ষেত্রে নিজেই ওষুধের দোকান থেকে গ্যাসের ওষুধ কিনে খেতে থাকেন। যা শরীরের পক্ষে একেবারেই উপকারী নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তবে সামান্য কিছু ঘরোয়া উপায় মেনে চললে আপনার গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই দূরে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খেতে হবে মৌরি ভেজা জল। যা প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরে গ্যাস অম্বল অনেকটাই দূরে রাখবে। তাছাড়া খাওয়া যেতে পারে আদা। কারণ আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা আমাদের পেটের সমস্যাকে সহজেই সরিয়ে তোলে। অন্যদিকে খাওয়া যেতে পারে শসা। শসার মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমানে জল এবং মেদ কমানোর যৌগ। যা আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।