CFL Match: নিজেদের মাঠেই সিএফএল ম্যাচ খেলবে মোহন-ইস্ট ও মহামেডান

আগামী মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে “প্রিমিয়ার এ” ফুটবল লিগ ( CFL Match)। যেখানে অংশ ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। এবার সেই…

CFL Match

আগামী মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে “প্রিমিয়ার এ” ফুটবল লিগ ( CFL Match)। যেখানে অংশ ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। এবার সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে আসন্ন এই ডিভিশনের সমস্ত ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলবে এই তিনটি দল। সেইমতো গত শুক্রবার বিকেলের দিকে তিনটি ক্লাবের মাঠ পরিদর্শন করে যায় রাজ্যের পুলিশ আধিকারিক থেকে শুরু করে পূর্ত দফতর ও আইএফএ কর্তাদের একটি অংশ।

তবে সাদা-কালো ও লাল-হলুদের ক্লাব ও ক্লাবের মাঠের পরিদর্শন সঠিক সময়ে সম্পন্ন হলেও সবুজ-মেরুন নিয়ে দেখা দেয় সমস্যা। আসলে, পরিদর্শনকারী দল মোহনবাগানে গেলে ও গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় তাদের। যদিও এই প্রসঙ্গে পরবর্তীতে ক্লাবের তরফে জানানো হয়, যে নির্ধারিত সময়ের অনেক আগে চলে আসায় বন্ধ থাকে ক্লাবের গেট। যদিও পরবর্তীতে তা খুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, এরপরে পুলিশ, সেনাবাহিনী ও রাজ্যের পূর্ত দফতরের তরফ থেকে ছাড়পত্র পাঠানো হবে আইএফএ’র অফিসে। সেই সবুজ সংকেত মিললে অনায়াসে শুরু হয়ে যাবে লিগের খেলা। তবে তার আগে আগামী ৩০ তারিখ কলকাতার তিন প্রধানের সঙ্গে বিশেষ আলোচনায় বসবেন ফুটবল সংস্থার আধিকারিকরা। এরপর আগামী মাসের শুরুর দিকেই হয়ত প্রকাশ করা হবে টুর্নামেন্টের সমস্ত সময়সূচী।