Skin Care: রাজ্যের বেশিরভাগ জায়গাতেই রেকর্ড ছাড়িয়ে যেতাম মাত্র। বেশিরভাগ জায়গাতেই প্রায় ৪০ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা আর স্বাভাবিকভাবেই এই তাপমাত্রাতে জেরবার জনজীবন। অন্যদিকে বইতে শুরু করেছে লু যা আমাদের শরীরের পক্ষে এবং ত্বকের পক্ষে একইভাবে ক্ষতিকর। হাওয়া অফিস জানাচ্ছে এই গরম পুরোপুরি ভাবে আদ্রতাহীন অর্থাৎ শুষ্ক যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ব্যর্থ।
কিন্তু গরম বাড়লেও মুক্তি নেই কাজে রাত থেকে ফলে প্রতিদিন অন্তত একবার হলেও চড়া রোদে বেরোতে হয় আমাদের। সেক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন সানস্ক্রিম কিংবা সানস লোশন উপর যা রোদের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে এবং ত্বকের আদ্রতা বজায় রাখে।
তবে শুধুমাত্র বাইরে বের হলেই যে সানস্ক্রিম কিংবা সানস লোশান ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে থাকলেও ঠিক একই ভাবে ব্যবহার করতে হবে সানস্ক্রিন কিংবা সানস লোশান। তবে অনেক কিছুই দেখা যায় বাড়ির মধ্যে থাকলে কেউই এই ধরনের সানস্ক্রিম ব্যবহার করেন না। কিন্তু বাড়িতে থাকলেও ব্যবহার করতে হবে সানস্ক্রিম এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
মূলত গরমকালে বাড়িতে থাকলে আমাদের একবার না একবার রোদে যেতেই হয় আর তখনই সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের উপর এসে পড়ে। যা ত্বক ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তাই সানস্ক্রিম মাখলে ত্বকের উজ্জ্বলাতে যেমন ফিরে আসে ঠিক তেমনভাবেই ত্বক ক্যান্সারের ঝুঁকি থেকেও মুক্তি মেলে।