Jayanti: ঘুরে আসুন ডুয়ার্সের রানি জয়ন্তী থেকে

বেড়াতে যেতে কে না ভালোবেসে! সুযোগ পেলেই ভ্রমণপ্রেমীরা ছুতে যান প্রকৃতির কোলে। কেউ সমুদ্র ভালোবাসেন, কেউ পছন্দ করেন পাহাড়। আর পাহাড় বলতে ডুয়ার্সের জুরি মেলা…

Jayanti

বেড়াতে যেতে কে না ভালোবেসে! সুযোগ পেলেই ভ্রমণপ্রেমীরা ছুতে যান প্রকৃতির কোলে। কেউ সমুদ্র ভালোবাসেন, কেউ পছন্দ করেন পাহাড়। আর পাহাড় বলতে ডুয়ার্সের জুরি মেলা ভার! শুধু পাহাড় নয়, জঙ্গলও ডুয়ার্সকে আলাদা রূপ বৈচিত্র্য দিয়েছে। আলিপুরদুয়ারের খুব কাছেই রয়েছে পর্যটনের খনি জয়ন্তী (Jayanti)। জায়গাটি অনেকের কাছেই ডুয়ার্সের রানি হিসেবে সুপরিচিত।

কলকাতা থেকে বেড়াতে গেলে শিয়ালদা থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পড়ুন। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি পেরলেই ট্রেনের জানলা দিয়ে চোখের সামনে ধরা দেবে প্রকৃতি। নিউ জলপাইগুড়ি থেকে তিন ঘণ্টা সফরেই পৌঁছে যান আলিপুরদুয়ার জংশনে। স্টেশনের বাইরেই মিলবে অটো কিংবা ভাড়ার গাড়ি।

আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া হয়ে জঙ্গলের বুক চেরা রাস্তা দিয়ে পৌঁছনো যায় জয়ন্তীতে। জয়ন্তী মোড়ের বাঁক পেরলেই রাস্তায় দেখা মিলতে পারে হরিণের। পর্যটন মহলে জয়ন্তী এখন অনেকটাই পরিচিতি লাভ করেছে। চারপাশে গড়ে উঠেছে বেশ কিছু হোম স্টে। চাহিদা মতো থাকার জায়গা পেয়ে যাবেন। খোয়ারের পাতে নিতে পারেন এখানকার দারুণ সুস্বাদু বোরোলি মাছ।

জয়ন্তী থেকে ঘুরে আসতে পারেন মহাকাল গুহা। ব্যাপক সুন্দর জায়গাটি আপনার মন ভালো করে দেবে। হাতে সময় থাকলে জয়ন্তী থেকে ঘুরে আসুন বক্সায়। সান্তালাবাড়ি পর্যন্ত গাড়িতে গিয়ে সেখান থেকে ট্রেক করে বক্সাদুয়ার সদর বাজার হয়ে পৌঁছতে হবে বক্সা ফোর্টে।