Wooden Furniture: পুরনো কাঠের আসবাবপত্র নতুনের মতো করে তুলুন এই পদ্ধতিতে

কাঠের আসবাবপত্র (Wooden Furniture) আমাদের সকলেরই প্রিয় তবে বর্তমানে কাঠের যা দাম তাতে আর নতুন করে কাঠের চেয়ার টেবিল কিংবা খাট বানানোর মতো সমর্থক আমাদের মধ্যে অনেকেরই নেই।

Old Wooden Furniture

কাঠের আসবাবপত্র (Wooden Furniture) আমাদের সকলেরই প্রিয় তবে বর্তমানে কাঠের যা দাম তাতে আর নতুন করে কাঠের চেয়ার টেবিল কিংবা খাট বানানোর মতো সমর্থক আমাদের মধ্যে অনেকেরই নেই। তাই বাপ ঠাকুরদার আমনের যে সমস্ত কাঠের আসবাব রয়েছে সেগুলিকেই যত্ন করে রাখতে হয়। তাছাড়া বর্তমানে সাল সেগুন কিংবা শিশু কাঠ খুব একটা বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও তা মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

বর্তমানে কাঠের জায়গা করে নিয়েছে অ্যালুমিনিয়াম এবং কাঁচের তৈরি জানলা কিংবা টেবিল তবে তাতে কোনোভাবেই কাঠের মত সৌন্দর্য আসে না। তবে সস্তায় কাঁচ কিংবা অ্যালুমিনিয়াম নিয়েই খুশি সাধারণ মানুষ। আর বাড়িতে যে সমস্ত পুরনো আসবাব রয়েছে তা অনেকদিন ব্যবহার করলে তাতে দাগ পরা খুবই স্বাভাবিক।

   

আর কাঠের আসবাবপত্র পালিশ করা তো একটা বড় খরচার ব্যাপার। তাছাড়া দক্ষ মিস্ত্রি ছাড়া কোনভাবেই সেই সমস্ত আসবাবপত্র ভালোভাবে পালিশ করা যায় না। তাই কিছু উপায় মেনে চললে আপনি নিজেই খুব সহজে এবং স্বল্প খরচে আপনার বাড়ির পুরনো আসবাবপত্র নতুনের মতো চকচকে করে তুলতে পারেন।

দাঁত মজার মাজন ব্যবহার করে খুব সহজে পুরনো কাঠের আসবাবপত্রকে নতুনের মত করা সম্ভব। সুতির কাপড়ের মধ্যে সামান্য পরিমাণে মাজন নিয়ে দীর্ঘক্ষণ কাঠের উপর বসতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার কাঠ নতুনের মত চকচকে হয়ে উঠেছে। তাছাড়া ব্যবহার করতে পারেন নারকেল তেল কিংবা পেট্রোলিয়াম জেলি। যা একই ভাবে ই আপনার বাড়ি পুরনো আসবাবপত্রটিকে নতুনের মতো করে তুলবে।