মহিলাদের Period Leave কেন প্রয়োজন? উত্তর দিচ্ছে এক চাঞ্চল্যকর রিপোর্ট

প্রতিমাসে পিরিয়ডের দিনগুলো মহিলা কর্মীদের জন্য খুবই কষ্টকর। তাদের অধিকাংশ সময় সমস্যায় পড়তে হয়। পৃথিবীর কিছু প্রতিষ্ঠানে ঋতুকালীন দিনগুলোয় ছুটি দিলেও, অধিকাংশ অফিসে ‘পিরিওড লিভ’-এর…

মহিলাদের Period Leave কেন প্রয়োজন? উত্তর দিচ্ছে এক চাঞ্চল্যকর রিপোর্ট

প্রতিমাসে পিরিয়ডের দিনগুলো মহিলা কর্মীদের জন্য খুবই কষ্টকর। তাদের অধিকাংশ সময় সমস্যায় পড়তে হয়। পৃথিবীর কিছু প্রতিষ্ঠানে ঋতুকালীন দিনগুলোয় ছুটি দিলেও, অধিকাংশ অফিসে ‘পিরিওড লিভ’-এর কোনও সুবিধা নেই। এর ফলে শারীরিক সমস্যা নিয়েও মহিলা কর্মীদের কাজ করতে হয়।

Advertisements

মহিলাদের ছুটি বা Period Leave নিয়ে চর্চা বহু দিনের। কিন্তু কী কারণে ছুটি চান মহিলারা? আসুন জেনে নি! ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় বলা হয়েছে যে পিরিয়ডের ব্যথা হার্ট অ্যাটাকের মতো এবং এই কারণেই শরীরকে বিশ্রাম দেওয়া জরুরী।

   

পিরিয়ডের সময় মহিলারা ব্যথা, ক্লান্তি, মেজাজের পরিবর্তন এবং অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যা অনুভব করেন। এগুলি কাজকে প্রভাবিত করে কারন সেই সময় কাজ করার ক্ষমতা কমে আসে।

Advertisements

পিরিয়ডের সময় অফিস যাতায়াত কঠিন হয়ে ওঠে। পিরিয়ড মহিলাদের দুর্বল করে দেয়।