East Bengal: প্রিমিয়ার ১ লাইসেন্স পেতে ব্যর্থ ইস্টবেঙ্গল, পাশ করল পড়শি ক্লাব

East Bengal: প্রিমিয়ার ১’ লাইসেন্স পেতে ব্যর্থ ইস্টবেঙ্গল, পাশ করল পড়শী ক্লাব

East Bengal

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। গত তিন বছর ধরে আইএসএলে একনাগাড়ে হতশ্রী পারফরম্যান্স করে আসছে লাল-হলুদ ব্রিগেড। কোচ বদল করে ও বদলায়নি দলের পরিস্থিতি।

এসবের মাঝেই ফের ব্যর্থতার সম্মুখীন হতে হল কলকাতার এই প্রধান কে। আজ বেলার দিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ভারতীয় ফুটবল ক্লাব গুলি সম্পর্কে বিশেষ বিবৃতি প্রদান করা হয়। সেখানেই প্রধানত উল্লেখ করা হয় লাইসেন্সের বিষয়টি।

আসলে আইএফএফ এর লাইসেন্স কমিটির বৈঠক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুসারে গোটা দেশের মধ্যে মাত্র ৯টি ফুটবল ক্লাব আইসিএলএস প্রিমিয়ার ১ কোটা সম্পন্ন করেছে। অর্থাৎ মোট ৯টি ক্লাব এই লাইসেন্স পাশ করেছে। যাদের মধ্যে কলকাতা থেকে রয়েছে মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, ওডিশা এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স ও চেন্নাইন এফসি।

তবে সেই তালিকায় সুযোগ হয়নি ইমামি ইস্টবেঙ্গল শিবিরের। লাল-হলুদের পাশাপাশি এবারের এই লাইসেন্স পেতে ব্যর্থ হয়েছে যথাক্রমে হায়দরাবাদ এফসি ও নর্থইস্ট ইউনাইটেড ক্লাব। মূলত, হিরো ইন্ডিয়ান সূপার লিগ খেলার পাশাপাশি এএফসির টুর্নামেন্ট গুলি খেলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইসিএলএসের প্রিমিয়ার ১ লাইসেন্স। অপরদিকে, আইলিগ সহ এএফসি কাপের মতো টুর্নামেন্ট গুলি খেলার ক্ষেত্রে প্রয়োজন পড়ে “প্রিমিয়ার ২” লাইসেন্স। তবে আইলিগ জয়ের দরুন আগামী মরশুমে হিরো ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেবে রাউন্ডগ্লাস পাঞ্জাব।