Skin Damage: বর্তমানে গোটা রাজ্য জুড়ে যা গরম পড়েছে তাতে রীতিমতো নাভিশ্বাস উঠছে বাঙালির আর এই গরম যে এত সহজে কমবে না তা আগে থেকেই জানিয়ে দিয়েছেন আর আলিপুর আবহাওয়া দপ্তরে বিশেষজ্ঞরা। তাই গরমের হাত থেকে রেহাই পেতে সকলেই ভরসা করছেন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের বেশিরভাগ সময়টা কাটান ঠান্ডা করে এসির নিচে।
অফিস থেকে শুরু করে বাড়ি, সব জায়গাতেই এসি সুতরাং দিনের বেশিরভাগ সময়টা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই কাটে। অন্যদিকে সারাদিন এসে থাকার ফলে গরম কম লাগলো আমাদের ত্বকের পক্ষে তা একেবারেই ভালো নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য করে দেখবেন দীর্ঘক্ষণ এই শীতে থাকার ফলে আমাদের ত্বক রুক্ষ হতে শুরু করে।
অন্যদিকে রোদের মধ্যে বাইরে বেরোলে শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে এবং ঘামের সাথে বেরিয়ে আসে তেল যা আমাদের শরীরকে আদ্র রাখে কিন্তু এসিতে তা পুরোপুরি উল্টে যায়। সুতরাং গরমের হাত থেকে মুক্তি মিললেও ত্বকের সমস্যা থেকে মুক্তি কোনভাবে মেলে না।
বিশেষজ্ঞরা বলছেন, দিনের বেশিরভাগ সময় এসিতে কাটালেও খেতে হবে জল ফলে আমাদের শরীর ঠান্ডা থাকবে এবং ত্বক আদ্রতা বজায় রাখবে। পাশাপাশি মাখতে হবে ক্রিম যার ফলে ত্বক আদ্র থাকবে। তাছাড়া এসিতে অনেকে ঠোঁট ফাটার সমস্যা রয়েছে সেই সময় লিপ বাম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।