Panchayat Candidate: অভিষেককে টপকে প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি গড়লেন মমতা

পঞ্চায়েত ভোটের আগে (TMC) জেলা সফর শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংযোগ যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে প্রার্থী বাছাই (Panchayat Candidate) করার কথা ঘোষণা করছেন অভিষেক৷

mamata banerjee abhishek banerjee

পঞ্চায়েত ভোটের আগে (TMC) জেলা সফর শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সংযোগ যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে প্রার্থী বাছাই (Panchayat Candidate) করার কথা ঘোষণা করছেন অভিষেক৷ কিন্তু তার মধ্যেই তৃণমূলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি গঠন (Central Committee to Choose Panchayat) করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee)।

তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, তৃণমূলের এই কমিটি শান্তিপূর্ণভাবে জনমতের ভিত্তিতে প্রার্থী বাছার বিষয়টি পর্যবেক্ষণ করবে। গ্রাম বাংলার একেবারে নিচের স্তরের পরিস্থিতি যাচাই করার জন্য ইলেকশন ইনচার্জ এবং কো-ইনচার্জ রাখার কথা বলা হয়েছে এই কমিটিতে।

তৃণমূলের (TMC) কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অধীনে থাকছে রাজ্য নির্বাচন কমিটি এবং জোনাল নির্বাচনী কমিটি। যেখানে ২২ জনের রাজ্য নির্বাচনী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ৬ থেকে ১০ জন সদস্যকে নিয়ে জোনাল নির্বাচনী কমিটিও তৈরি করা হয়েছে।

সুব্রত বক্সিকে রাজ্য নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে।  সদস্যদের মধ্যে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, শান্তনু সেন, আবীর বিশ্বাস, প্রমিতা মণ্ডল, বিবেক গুপ্তা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষের মতো নেতা-নেত্রীরা।

রাজ্যকে আটটি জোনে ভাগ করা হয়েছে। জোন ১-এ রাখা হয়েছে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। জোন ২-তে রাখা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালগহ এবং মুর্শিদাবাদ।

জোন ৩-তে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। জোন ৪-এ রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। জোন ৫-এ রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। জোন ৬-এ রয়েছে হাওড়া ও হুগলি এবং জোন ৭-এ রয়েছে নদিয়া। জোন ৮-এ রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।