ATK Mohun Bagan: এফসি কাপের প্রস্তুতি সবুজ-মেরুনের, কাদের সাথে ম্যাচ ?

এবারের ফুটবল মরশুম খুব একটা খারাপ যায়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রথম দিকে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় দল।

ATK Mohun Bagan

এবারের ফুটবল মরশুম খুব একটা খারাপ যায়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রথম দিকে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় দল। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করবার পর আর পিছনে তাকাতে হয়নি প্রীতমদের।

ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জয়ের পর থেকে নক আউটে ওডিশা ও সেমিতে হায়দরাবাদ এফসির মতো দল কে পরাজিত করে আইএসএলের ফাইনালে উঠে যায় সবুজ-মেরুন ব্রিগেড। সেখানে বেঙ্গালুরু এফসি কে ট্রাইবেকারে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। একই ভঙ্গিমায় হিরো সুপার কাপ শুরু করেছিল প্রীতমরা। প্রথম ম্যাচে আই লিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি কে বড় ব্যবধানে পরাজিত করলে ও দ্বিতীয় ম্যাচে বুথরয়েডের জামশেদপুরের কাছে মুখ থুবড়ে পড়তে হয় তাদের। এরপর এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সবুজ-মেরুন ব্রিগেড।

বর্তমানে সুপার কাপের হতাশা ভুলে গতকাল থেকেই এফসি কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। কেরলে হতাশা কাটিয়ে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরেই কাল বিকেলের থেকে দলের অনুশীলনে যোগ দিতে শুরু করেন সকল ফুটবলাররা। এদিন প্রতিপক্ষের রক্ষন ভাঙার পাশাপাশি নিজেদের ডিফেন্স কে মজবুত করার দিকে বেশি জোর দেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে দলের বাকি ফুটবলাররা বল পায়ে যুবভারতী তে অনুশীলন করলেও মাঠের বাইরে সাইকেলিং করলেন বিদেশি ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ। পাশাপাশি ফিজিওর কাছে রিহ্যাব করলেন আশিষ রাই ও তারকা ফুটবলার কিয়ান নাসিরি।

এদিন দলের অনুশীলনের একেবারে শেষের দিকে গোলে শট রাখার প্রতিযোগিতা করালেন হুয়ান ফেরেন্দো। এক্ষেত্রে সুযোগ নষ্ট করলেই শাস্তি হিসেবে বুকডন দিতে হচ্ছিল দিমিত্রি, লিস্টন ও মনবীরদের। যদিও শেষ পর্যন্ত এই প্রতিযোগীতায় প্রথম হন দিমিত্রি পেত্রাতোস। দ্বিতীয় হন মনবীর সিং। আগামী কয়েকদিন পরেই এফসি কাপের যোগ্যতা অর্জন ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। তাই তার আগে নিজেদের প্রস্তুত করতে মরিয়া এটিকে মোহনবাগান।