জানেন সিঙাড়া খাওয়া যায়না এই দেশে

আপনি কি জানেন, কোনও এক দেশের নানান সুস্বাদু খাবার অন্য কোন দেশে নিষিদ্ধ? এরম নিষিদ্ধ খাবারের তালিকায় রয়েছে কেচাপ, ঘি এবং সিঙাড়া। অনেকে নাও জানতে…

আপনি কি জানেন, কোনও এক দেশের নানান সুস্বাদু খাবার অন্য কোন দেশে নিষিদ্ধ? এরম নিষিদ্ধ খাবারের তালিকায় রয়েছে কেচাপ, ঘি এবং সিঙাড়া। অনেকে নাও জানতে পারেন যে সিঙাড়া কিন্তু অনেক দেশে ব্যান্ড। সিঙাড়া আবার ভারতের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি।

২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোমালিয়া এই খাবারের উপ্র নিষেধাজ্ঞা জারি করে। দেশের এই আইন ভাঙলে হতে পারে চরম শাস্তি। ‘আল-শাবাব গ্রুপ’-এর কাছে সিঙাড়ার ‘ত্রিভুজাকৃতি’ খ্রিস্টধর্মের প্রতীক।

এছাড়াও, ভারতের প্রিয় চাওয়ানপ্রাশ কিন্তু কানাডায় ২০০৫ সাল থেকে নিষিদ্ধ। চাওয়ানপ্রাশ একটি স্বাস্থ্যক্র পুষ্টি উপাদানে ভরপুর। চাওয়ানপ্রাশে সীসা ও পারদের মাত্রা বেসি থাকে বলে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ভারতের সুপারফুড ঘি মার্কিন প্রদেশে একটি নিষিদ্ধ পণ্য। ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, যে ঘি খেলে রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্থূলতার মতো রোগ হতে পারে।

কেচাপ ভারতে প্রিয় হলেও তা ফ্রান্সে একদম ব্যান্ড। ফ্রান্স সরকারের নজরে আসে
কিশোর-কিশোরীদের মধ্যে অতিরিক্ত মাত্রায় কেচাপ খাওয়ার প্রবণতা। এরপরই নিষেধাজ্ঞা জারি হয়।