Coconut Water: লিভারে মেদ জমছে! ভরসা রাখুন ডাবের জলে

বর্তমানে আমাদের সকলের জীবন যাপনের ধরন অনেকটাই বদলে গিয়েছে। তার কারণ হিসেবে অবশ্য রয়েছে প্রযুক্তি বিশেষ করে আধুনিক সময় হারভাঙা পরিশ্রমের কাজ বলতে সেরকম কিছুই নেই। সবকিছুই এখন প্রযুক্তি নির্ভর আর তারই জ্বলজ্যান্ত উদাহরণ হলো কম্পিউটার মধ্যেই দীর্ঘক্ষণের কাজ একাই করে দিতে পারে।

Coconut Water: A Potential Way to Reduce Fat in the Liver

বর্তমানে আমাদের সকলের জীবন যাপনের ধরন অনেকটাই বদলে গিয়েছে। তার কারণ হিসেবে অবশ্য রয়েছে প্রযুক্তি বিশেষ করে আধুনিক সময় হারভাঙা পরিশ্রমের কাজ বলতে সেরকম কিছুই নেই। সবকিছুই এখন প্রযুক্তি নির্ভর আর তারই জ্বলজ্যান্ত উদাহরণ হলো কম্পিউটার মধ্যেই দীর্ঘক্ষণের কাজ একাই করে দিতে পারে।

এই সমস্ত কারণে অবশ্য মানুষের জীবনযাপনের পাশাপাশি শরীরে একটা বড় প্রভাব পড়েছে ঠিক সেই কারণেই প্রায় প্রতিদিন বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা অন্যদিকে হাতের সময় কম হওয়ার কারণে মানুষ বাইরের খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। যা শরীরের পক্ষে একেবারেই উপকারী নয় বরং দেখে আনতে পারে বড় বিপদ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

চিকিৎসকদের মতে, বাইরের মুখরোচক খাবার আমাদের সাময়িকভাবে ভালো লাগলেও তা পেটের পক্ষে একেবারেই উপকারী নয়। ফলে দিন দিন বাড়তে থাকছে লিভারের সমস্যা অনেক ক্ষেত্রে দেখেন দিয়েছে মদ্যপান না করলেও ধরা পড়ছে লিভারের সমস্যা আর সেই থেকে লিভার সিরোসিস এর প্রবণতা বাড়ছে। সাধারণত আমাদের লিভারে নির্দিষ্ট পরিবারের বেশি জল জমতে শুরু করলে তাকে বিজ্ঞানের ভাষায় লিভার ছিল শেষ বলে, যা অবহেলা করলে একটা নির্দিষ্ট সময়ের পর মৃত্যুর অবধারিত।

অন্যদিকে লিভারের সমস্যার মধ্যে প্রধান হল ফ্যাটি লিভার লিভারের প্রয়োজনের তুলনায় মেদ জমতে শুরু করলে তখন নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই সাধারণ মানুষ নিয়মিত ওষুধ খান ফ্যাটি লিভারের হাত থেকে রেহাই পেতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পাশাপাশি খেতে হবে প্রচুর পরিমাণে ডাবের জল যার মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের লিভারকে সতেজ রাখতে সাহায্য করে একই সাথে লিভারে জমতে থাকা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে সাহায্য করে।