Cloudy Vision: ঘুম থেকে উঠে ঝাপসা দেখছেন! সাবধান মারণ রোগ বাসা বাঁধেনি তো

Cloudy Vision: বর্তমানে ডায়াবেটিস কিংবা ব্লাড সুগার অতি পরিচিত একটি সমস্যা, যার জেরে প্রায় প্রতিদিনই দেশের কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। ধীরে ধীরে আগের থেকে অনেকটাই বেড়েছে এই রোগের প্রকোপ।

Understanding Cloudy Vision: Causes, Symptoms, and Treatment

Cloudy Vision: বর্তমানে ডায়াবেটিস কিংবা ব্লাড সুগার অতি পরিচিত একটি সমস্যা, যার জেরে প্রায় প্রতিদিনই দেশের কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। ধীরে ধীরে আগের থেকে অনেকটাই বেড়েছে এই রোগের প্রকোপ। যার মূলে রয়েছে অবশ্য অনিয়মিত খাদ্যাভাস এবং অনিয়ন্ত্রিত জীবন যাপন। চিকিৎসকদের মতে, মিষ্টি জাতীয় খাদ্যের ফলে নয় বরং শরীরে ব্লাড সুগার বৃদ্ধি পায় দুশ্চিন্তা এবং অনিদ্রার কারণে।

সাধারণত আমাদের শরীরে ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে ব্লাড সুগার ধরা পড়ে। উল্লেখ্য, আমাদের সকলের দেহে ইনসুলিন হরমোনের অস্তিত্ব লক্ষ্য করা যায় কিন্তু যদি স্বাভাবিকের তুলনায় এই হরমোনের পরিমাণ কোন কারণে বেড়ে যায় তাহলে শুধু নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তাই সুগার ধরা পড়ার পরে সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ মত নিয়মিত ওষুধ ব্যবহার করেন। অনেকেই আছেন আবার দুবেলা খাওয়ার আগে ইনসুলিন নেন। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে রোগী আগে থেকে বুঝতে পারে না তার শরীরে বাসা বাড়তে শুরু করেছে সুগার, যার জেরে অনেকটাই দেরি হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে।

চিকিৎসকদের মতে, আমাদের শরীরে সুগারের পরিমাণ বাড়তে শুরু করলে প্রসবের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যায়। যা হলো সুগারের প্রধান লক্ষণ তাছাড়া সকালে ঘুম থেকে উঠে মাথা ঘোরার মত সমস্যা দেখা যায় দেহে সুগারে পরিমাণ বৃদ্ধি পেলে। অন্যদিকে কিভাবে মাঝ রাতে ঘুম ভেঙে জল তেষ্টা পাওয়া অনেকক্ষেত্রে সুগারের লক্ষণ।