Raima Sen: আবাসনের ছাদে খোলা চুলে রাইমা, রূপের উষ্ণতা ছড়াতে ব্যস্ত অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাইমা সেন (Raima Sen)। তাঁর পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই কারণ তিনি হলেন আমাদের মহানায়িকা অর্থাৎ সুচিত্রা সেনের নাতনি।

Raima Sen's Rooftop Photoshoot: Spreading Warmth of Roop

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাইমা সেন (Raima Sen)। তাঁর পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই কারণ তিনি হলেন আমাদের মহানায়িকা অর্থাৎ সুচিত্রা সেনের নাতনি। তবে দিদার পরিচয় নয় বরং নিজের পরিচয় নিজের অভিনয় দক্ষতা নিয়েই করে নিয়েছেন অভিনেত্রী। তাই বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

তাঁর অভিনয় প্রতিবাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই, দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন আমাদের কাছে। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর ভক্ত সংখ্যাও কম নয়, অভিনয়ের পাশাপাশি তাঁর রূপ সহজেই সকলকে মুগ্ধ করে। তাই অভিনয় ছাড়াও অভিনেত্রীর রূপের ভক্ত অনেকেই।

   

১৯৯৯ সালে হিন্দি চলচ্চিত্র গডমাদারের মাধ্যমে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। তবে ২০০৩ সালের বাংলা চলচ্চিত্র চোখের বালি তাঁকে এনে দিয়েছিলো পরিচিতি। তারপর থেকে একের পর এক নজিরবিহীন অভিনয় উপহার দিয়েছেন আমাদের। পরিণীতা, বাস্তু সাপ, দ্বিতীয় পুরষের মতো চলচ্চিত্রে একের পর এক অভিনয় উপহার দিয়েছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Riya Sen (@riyasendv)

তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী বিভিন্ন অবতারে পুরুষদের নজর টানতেও ব্যস্ত থাকেন। ঠিক সেই কারণে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন খোলামেলা পোশাকে। আর যা স্বাভাবিক ভাবেই নেটিজেনদের নজরে আসে। সম্প্রতি ঠিক সেই রকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটি প্রকাশ করা হয়েছে অভিনেত্রীর বোন অর্থাৎ রিয়া সেনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। সেখানে দেখা গিয়েছে সাদা পোশাকে আবাসনের ছাদে খোলা চুলে রূপের আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী। একই সাথে উন্মুক্ত রয়েছে বক্ষ যা তরুণ প্রজন্মের রাতের ঘুম কেড়ে নিয়েছে।