Yash-Ena: যশ-এনা আর ‘চিনেবাদাম’ টলিউডের মুখরোচক গল্প

নতুন ছবি, নতুন জুটি নিয়ে গরমের ছুটিতে পর্দাজুড়ে আসছে শিলাদিত্যের ‘চিনেবাদাম’। সম্প্রতি মুক্তি পেল ‘চিনে বাদাম’ ছবির প্রথম পোস্টার। এই ছবির হাত ধরেই টলিউড পাচ্ছে…

Yash-Ena

নতুন ছবি, নতুন জুটি নিয়ে গরমের ছুটিতে পর্দাজুড়ে আসছে শিলাদিত্যের ‘চিনেবাদাম’। সম্প্রতি মুক্তি পেল ‘চিনে বাদাম’ ছবির প্রথম পোস্টার। এই ছবির হাত ধরেই টলিউড পাচ্ছে নতুন জুটি যশ দাশুগুপ্ত ও এনা সাহা (Yash-Ena)। ছবির পোস্টার একেবারেই সাদামাটা। কেবল নামের সঙ্গে চিনে বাদাম ও ভালবাসার পত্রের ইমোজি ব্যবহৃত হয়েছে। কিন্তু তাতেই যেন অনেক কথা বলে দেয়।

‘চিনে বাদাম’ ছবিতে এনার সঙ্গে জুটি বেঁধেছেন যশ। ছবির পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা। এনা বলছেন, ‘আমার চরিত্রের নাম তৃষা। যে খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।’

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে ‘চিনেবাদাম’। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, ‘এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।’

এনা যশের বন্ধুত্ব অনেকদিনের। অভিনেত্রীর প্রযোজিত প্রথম ছবিতে ছিলেন যশ-নুসরত। টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের সময় গাঢ হয়েছিল যশ-নুসরতের সম্পর্ক।

‘চিনেবাদাম’ পুরোদস্তুর একটি রোম্যান্টিক কমেডি সিনেমা। মুভিটিতে ফ্রেন্ডশিপ অ্যাপের নাম ‘চিনেবাদাম’। এই ‘চিনেবাদাম’-এর সূত্র ধরেই একটি ছেলে ও মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা পরে ভালবাসায় পরিণত হয়। হাসি-মজা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এছবি।