OTP: সাইবার সতর্কতা নিয়ে মিলন ভৌমিকের নতুন ছবি ‘ও.টি.পি

ইন্টারনেটের যুগে ওটিপি শব্দটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত।এই ওটিপি শব্দের অর্থ হল,ওয়ান টাইম পাসোয়ার্ড।যা একবারের জন্যই আসে।অথচ এই ওটিপি-র সাহায্যেই মুহুর্তে মানুষের জীবনের রং ফিকে…

bengali-upcoming-movie-otp

ইন্টারনেটের যুগে ওটিপি শব্দটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত।এই ওটিপি শব্দের অর্থ হল,ওয়ান টাইম পাসোয়ার্ড।যা একবারের জন্যই আসে।অথচ এই ওটিপি-র সাহায্যেই মুহুর্তে মানুষের জীবনের রং ফিকে হয়ে যায়।হ্যাঁ,একদমই ঠিক।এ এক এমন মায়াজাল,যার জালে ক্রমশ জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ।নতুন নতুন আইডিয়ার সাহায্যে মানুষকে বোকা বনিয়ে সারা জীবনের কষ্ট করে উপার্জন করা টাকা নিমেষে লুঠ করছে এক দল সুযোগ সন্ধানী মানুষ।যাদের ঠিকানা আমরা কেউ জানি না।এমনই বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে মিলন ভৌমিকের নতুন ছবি ‘ও.টি.পি’র শ্যুটিং।

পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য এবং গল্প মিলন ভৌমিকেরই লেখা।এই ছবির মাধ্যমে মূলত একটি বস্তির জীবনযাত্রাকে ধরা হয়েছে।বস্তির লোকের সাধারন জীবন,বেঁচে থাকার তাগিদ,আবার কারোর বা খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার হিড়িকের কারণে কিভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সমস্তটাই তুলে ধরা হয়েছে ‘ও.টি.পি’ তে।এক কথায় সামাজিক সচেতনতা বাড়াতেই এই ছবির প্রয়াস।তাই এই ছবির ছত্রে ছত্রে উঠে এসেছে বাস্তবতা, হ্যাকারদের শিকার সাধারন মানুষ,পরিত্রান খুঁজতে মিথ্যে মাথা কুটে মরা।এই ছবির সার্থকতা তখনই হবে,যখন মানুষ সত্যিই সচেতন হয়ে রুখে দাঁড়াতে পারবে এই জালিয়াতির বিরুদ্ধে।ছবিতে অভিনয় করেছেন রাজ ভৌমিক,প্রিয়সী, পিয়া সাহা,খরাজ মুখোপাধ্যায়,বিপ্লব চট্টোপাধ্যায়,কৃষ্ণেন্দু চ্যাটার্জি,অভিরূপ ভট্টাচার্য,জয় বদলানী,সুদীপ মুখোপাধ্যায়,বাণী কুমার সহ অন্যান্যরা।কিশোর হালদারের প্রযোজনায় এই ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি কর।