SSC-TET Scam: ‘সাদা কাপড়ে ঢেকে রাখতে পারবেন না আন্দোলন’, মমতাকে বার্তা চাকরি প্রার্থীদের

ঢেকে রাখতে পারবেন না, আন্দোলন চলবেই। হুঁশিয়ারি এসেছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চেয়ে ধর্না আন্দোলন থেকে। কলকাতায়( Kolkata) এই নীরব আন্দোলন তৃণমূল কংগ্রেস সরকারের (TMC) কাছে…

ঢেকে রাখতে পারবেন না, আন্দোলন চলবেই। হুঁশিয়ারি এসেছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চেয়ে ধর্না আন্দোলন থেকে। কলকাতায়( Kolkata) এই নীরব আন্দোলন তৃণমূল কংগ্রেস সরকারের (TMC) কাছে প্রবল বিড়ম্বনার কারণ। (SSC-TET Scam) নিয়োগ দুর্নীতিতে জর্জরিত মমতা সরকার।

মেধা তালিকায় নাম থাকার পরেও বঞ্চিত হতে হয়েছে। এই অভিযোগ ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট এবং স্কুল সার্ভিস কমিশনে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ৫৭৬ দিন ধরে চলছে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তারা বলছেন, সাদা কাপড় দিয়ে ঢেকে দৃশ্যমানতা কিছু সময়ের জন্য কমাতে পারবেন। কিন্তু যোগ্যদের আপনি যোগ্যতা কমাবেন কী করে? সেই লজ্জা আপনি ঢাকা দেবেন কি করে? উৎসবের আবহে এই আন্দেলন আরও তীব্র।

শনিবার কলকাতায় ১০০ টি পুজো মণ্ডপকে নিয়ে রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোকসজ্জিত কার্নিভ্যালে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ধর্নামঞ্চ থেকে অদূরে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যা নিয়ে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয়নি বিরোধীরা।

পাহাড় প্রমাণ শিক্ষাক্ষেত্রের দুর্নীতির তদন্ত করতে সিবিআই ও ইডি। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা সহ একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। সেইসমস্ত কিছু প্রকাশ্যে আসতেই স্বচ্ছ নিয়োগ নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের তরফে।

আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁদের সঙ্গে কথা বলে আইনি জটিলতার বিষয়ে আলোচনা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও অবধি নিয়োগ না হওয়ায় ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হবু শিক্ষকরা।