হাতে রাখি নয়; “বোনের রক্তে ভাইয়ের জীবন লেখা থাক”….

“আমি নারী, আমি পারি”। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনে একবাক্যে স্বার্থক হল এই বাক্য। গত ১৪ আগস্ট, ২০২২, রবিবার দক্ষিণ কলকাতার (Kolkata) অ্যানন ক্লাব অভিনব…

“আমি নারী, আমি পারি”। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনে একবাক্যে স্বার্থক হল এই বাক্য। গত ১৪ আগস্ট, ২০২২, রবিবার দক্ষিণ কলকাতার (Kolkata) অ্যানন ক্লাব অভিনব রাখি উৎসব (Rakshabandhan) পালন করল। হাতে রাখি নয়; “ভাইদের রক্ষাকবচ হয়ে থাকল বোনদের রক্ত”…. অর্থাৎ, “মহিলাদের রক্তদান কর্মসূচি (Blood donation camp) ও স্বাস্থ্য সচেতনতা শিবির” পালিত হল। রোটারি ক্লাব, কাকুরগাছি-র সহযোগিতায় ও অ্যানন ক্লাবের উদ্যোগে সম্ভবত এই প্রথম মহিলা কেন্দ্রিক রক্তদান শিবির পালিত হল বাংলায়। প্রায় ২০০ জন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা এই রক্ত দান শিবিরে অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ মালা রায়, রোটারি ক্লাবের উদ্যোক্তারা ও অ্যানন ক্লাবের সদস্যরা।

শুধুই রক্তদান নয়, পাশাপাশি এই অনুষ্ঠানে বিশিষ্ট ডাক্তার, ডায়টেশিয়ান, মনোরোগ বিশেষজ্ঞরা স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বার্তা মানুষের কাছে তুলে ধরেন। যেমন, সুগার, প্রেসার, কোলেস্টরল, হাঁটু ব্যথা ইত্যাদি বিভিন্ন বিষয়ের কারণ ও চিকিৎসা এবং এই সংক্রান্ত সমস্যায় কী কী খাওয়া উচিত, কতটা শরীর চর্চা প্রয়োজন ইত্যাদি। এছাড়া অনুষ্ঠানে সারভিক্যাল ক্যান্সার, ক্যান্সার ও প্যাসিভ স্মোকিং এবং প্রতি সেকেন্ডে কতজন মহিলা ক্যান্সারে আক্রান্ত হন, কতজন মারা যান এবং এর জন্য আমাদের কোন জীবনযাত্রা দায়ী— এই বিষয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থিত মানুষদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন-উত্তর পর্বেরও আয়োজন ছিল।

   


শুধুই শারীরিক স্বাস্থ্য নয়; মানসিক স্বাস্থ্যও যাতে সমান গুরুত্ব পায় মানুষের কাছে সেই দিকে খেয়াল রেখেই; কোভিড ও মানসিক স্বাস্থ্য এবং যে কোনো পরিস্থিতিতে ভেঙ্গে না পড়ে কিভাবে মহিলারা উন্নতির শিখরে আগামীদিনে পৌঁছতে পারেন সেই দিশাও এই অনুষ্ঠানে পাওয়া যায়। এক কথায় দিনটিকে, “অল ইন অল হেলথ প্যাকেজ আন্ডার ওয়ান রুফ” বলা যেতেই পারে।