বোলপুরে CBI, বিপুল সম্পত্তির মালকিন সুকন্যাকে জেরা

জল্পনা ছিল৷ বুধবার সকালেই বোলপুরে উপস্থিত হবে সিবিআই (CBI)l তেমনটাই হল৷ বুধবার সকালেই বিশ্বভারতীর পূর্ব পল্লীর গেস্ট হাউজে উপস্থিত হলেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, বোলপুরের…

জল্পনা ছিল৷ বুধবার সকালেই বোলপুরে উপস্থিত হবে সিবিআই (CBI)l তেমনটাই হল৷ বুধবার সকালেই বিশ্বভারতীর পূর্ব পল্লীর গেস্ট হাউজে উপস্থিত হলেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে যাবেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রত কন্যা সুকন্যাকেও।

সিবিআই সূত্রে খবর,অনুব্রত মণ্ডলের যিনি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ অনুব্রত কন্যার নামে যে দুই সংস্থা রয়েছে, তার টাকা কোথা থেকে আসত লেনদেন কীভাবে হত? সবটা জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরেই সিবিআই উপস্থিত হবে অনুব্রত মণ্ডলের বাড়িতে৷ সেখানে গিয়েই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা৷

   

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের স্ত্রী ও কন্যার নামে বীরভূমের একাধিক জায়গায় সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ মগরামপুর, বল্লভপুর, শান্তিনিকেতন, গয়েশপুর সহ একাধিক জায়গায় বিপুল সম্পত্তি এল কোথা থেকে তা জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা৷

এমনিতেই অনুব্রত মণ্ডলের মেয়ের নামে দুটি সংস্থার হদিশ পেয়েছে সিবিআই। সেই দুই সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ গায়েনের বিপুল সম্পত্তির কারণ কী? একজন পুরসভার সাধারণ কর্মীর এত বিপুল সম্পত্তি এল কোথা থেকে উঠেছে প্রশ্ন৷ একইসঙ্গে ২০১২ সালে শিক্ষক পদে নিয়োগ হয়েছিল অনুব্রত কন্যার৷ এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে, নিয়োগ বিতর্ক এড়াতেই বাবার গ্রেফতারির পর শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়েছেন সুকন্যা। তবে এখানেও দুর্নীতি? সবটা জিজ্ঞাসা করবে সিবিআই আধিকারিকরা।