Loksabha election 2024 :তৃণমূলের জামানাত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিলেন মোদী

রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে তিনি আবার বাংলায় প্রচার করতে এলেন। শুরুতেই তিনি বাংলায় বলার চেষ্টা করলেন,…

narendra modi

রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে তিনি আবার বাংলায় প্রচার করতে এলেন। শুরুতেই তিনি বাংলায় বলার চেষ্টা করলেন, ” আরও একবার মোদী সরকার”! তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় তিনি এতদিন বাদে উত্তরবঙ্গে ঝড়ের প্রসঙ্গে মুখ খুললেন। যারা মারে গিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আবারও ভাঙা ভাঙা বাংলায় বললেন, ” দশ বছর মোদী সরকার তো শুধু ট্রেলর দেখিয়েছে।” জলপাইগুড়ি প্রসঙ্গে তিনি বললেন, ” এখানে নতুন রাস্তা হয়েছে। উত্তরবঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসছে। আন্তর্জাতিক মানের ব্যবস্থা তৈরি হচ্ছে। বিদেশীরা আসছে।”

তাঁর মুখে চা বাগানের সমস্যার কথা। তিনি তৃণমূলের দিকে আঙুল তুলে এর খারাপ অবস্থার জন্য দায়ী করলেন। শুধু তাই নয়, তৃণমূলের জমানাত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দেন। তাঁর মুখে আবার সন্দেশখালি প্রসঙ্গের কথা। তিনি বললেন, ” সারা ভারত জানে সন্দেশখালিতে কী হয়েছে!” রেশন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গের কথা তুলে বলেন, ” এদের তো শাস্তি হওয়া দরকার ?” এইদিন তিনি তৃণমূল -কংগ্রেস- সিপিএমকে দুর্নীতিবাজের দল বলে আখ্যা দেন। ইন্ডিয়া জোটের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।

তিনি এই বানলার মাটিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি বলে উল্লেখ করেন। তাঁর মুখে এইদিন কাশ্মীর প্রসঙ্গ। তিনি এইদিন কংগ্রেস কী কী ভুল করেছিল সেই কথাও তুলে ধরেন। তিনি বারবার মনে করিয়ে দেন আগামী ১৯ এপ্রিল পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য ডাক আহ্বান দেন।