CBI ডাকবে, কাঁপছে বীরভূমের ‘টিম অনুব্রত’

গোরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল৷ মঙ্গলবার রাতভর বীরভূম জুড়ে গা ছমছম করছে তৃণমূল নেতাদের। আতঙ্কে কাঁপছেন বহু নেতারা৷ সিবিআই আতঙ্ক৷ গোরু পাচার মামলায়…

CBI

গোরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল৷ মঙ্গলবার রাতভর বীরভূম জুড়ে গা ছমছম করছে তৃণমূল নেতাদের। আতঙ্কে কাঁপছেন বহু নেতারা৷ সিবিআই আতঙ্ক৷

গোরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই যে সমস্ত তথ্য পেয়েছে, তাতে তৃণমূল নেতাদের মধ্যে প্রশ্ন জাগছে এবার কার পালা৷ বীরভূম থেকে মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর, গোরু পাচারের রুট ধরে তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই৷ অন্তত ২০ জন প্রথম সারীর নেতারা এই তালিকায় রয়েছে৷ এমনটাই সিবিআই সূত্রে খবর৷

গত বৃহস্পতিবার বোলপুরের নীচু পট্টিতে প্রায় ১০০ জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল সিবিআই। বাংলার দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের জন্য প্রস্তুত ছিল বিরাট কনভয়। সপ্তাহ ঘুরতে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। সিবিআইয়ের নজর পড়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সম্পত্তির দিকে৷ গোরু পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। এমনটাই সূত্রে খবর৷

শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে একাধিক তৃণমূল নেতা ও অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীদের তলব করতে পারে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এই ‘টিম অনুব্রত’ এর কাছে গরু পাচারের টাকা ভাগ যেত। তাই তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেটা আঁচ করতে পেরেই কিছুটা মুষড়ে পড়েছেন অনেকেই।

বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন৷ তার আগে দলের তরফে ব্লক কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে৷ জেলায় জেলায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। যা নিয়ে কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমনিতেই নিয়োগ দুর্নীতি কারণে সিবিআইয়ের স্ক্যানারে বহু নেতা। তার ওপর একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের নেতাদের৷ এমত অবস্থায় দলের রণনীতি সাজাতে গিয়ে ঘাম ঝরছে ঘাসফুল শিবিরের৷