পৌর নির্বাচনে অশান্তি রুখতে এবার সুপ্রিম কোর্টে গেল BJP

নির্বাচনে কমিশনের ওপর আস্থা নেই। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি। যদিও হাই কোর্ট নির্দেশ দিয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করবে…

BJP

নির্বাচনে কমিশনের ওপর আস্থা নেই। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি। যদিও হাই কোর্ট নির্দেশ দিয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করবে কমিশন।

বিরোধী দলের দাবি, হাইকোর্টের নির্দেশিকার উপর ভরসা নেই। ফলে কলকাতা হাইকোর্টের ১০৮টি পুরসভা নির্বাচন সংক্রান্ত নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। তাদের বক্তব্য চার পুরনিগন নির্বাচনে কমিশনকে নির্দেশ দেওয়া সত্বেও রাজ্য পুলিস দিয়েই নির্বাচন করা হয়।

   

পৌর নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস। যাবতীয় অভিযোগের কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস।

এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে,
১) প্রতিটি পৌরসভা কে পর্যবেক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সহযোগিতা নিতে হবে।

২) ১০৮টি পৌরসভায় প্রতিটিতে পর্যবেক্ষণ করে দেখতে হবে কোনোটাতে নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা। যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ২৪ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন করতে হবে। কোন অশান্তি হলে সম্পূর্ণভাবে দায়ী থাকবে নির্বাচন কমিশন।

৩) পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে।

৪) নির্বাচনের প্রতিটি ফুটেজ এবং রেজিস্টার সংরক্ষণ করে রাখতে হবে।

৫) রাজ্য সরকারের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে। কোথাও বিধি ভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে হবে।