Purulia: আদিবাসী যুবককে পুলিশি হেফাজতে পিটিয়ে মারার অভিযোগে বাঘমুন্ডি উত্তপ্ত

হাওড়ায় বাম ছাত্র নেতা আনিস খানকে খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন উঠেছে। চরম বিতর্কে রাজ্য সরকার। এর মাঝে এক আদিবাসী যুবককে পিটিয়ে মারার অভিযোগে…

হাওড়ায় বাম ছাত্র নেতা আনিস খানকে খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন উঠেছে। চরম বিতর্কে রাজ্য সরকার। এর মাঝে এক আদিবাসী যুবককে পিটিয়ে মারার অভিযোগে তীব্র উত্তপ্ত পুরুলিয়া। মৃত ওই আদিবাসী যুবকের নাম শিকারী মুড়া। অভিযোগ, তাকে পুলিশ পিটিয়ে মেরেছে।

সুষ্ঠু তদন্তের দাবিতে বাঘমুন্ডি জুড়ে অবরোধ চলছে। এলাকায় উত্তেজনা। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো জানান, বাঘমুন্ডি থানার অন্তর্গত চড়িদা গ্রামের রবিটোলার শিকারি মুড়া নামে এক গরীব আদিবাসী ছেলেকে যেভাবে আবগারি পুলিশ নির্মম অত্যাচার করে হত্যা করেছে এর তীব্র প্রতিবাদ জানাই।

এলাকাবাসীর তরফে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অবরোধ হটাতে পুলিশ এলে বিক্ষোভ আরও বাড়ে।

পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত চড়িদা গ্রামের রবিটোলার শিকারী মুড়া। অভিযোগ, বেআইনি মদ পাচারেের তদন্তেে শিকারী মুড়াকে গত ১৬ ফেব্রুয়ারি তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। আবগারি দফতরের হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে। অভিযোগ, তাকে পিটিয়ে মারা হয়।

জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর অভিযোগ, আদিবাসী যুবককে এভাবে মারার ঘটনার থেকে প্রমাণিত হয় বর্তমান সরকারের পুলিশরা সাধারণ গরীব আদিবাসী মানুষদের উপর কতটা নির্মম। এই ঘটনার সঠিক তদন্ত চাই দরকার হলে সিবিআই তদন্ত করে যে সমস্ত পুলিশ অফিসারেরা এই ঘটনায় জড়িত তাদেরকে চরম শাস্তি দেওয়া হোক।

তিনি আরও জানান, যে আদিবাসী ছেলে মারা গেছে তার পরিবারের কিছু আর্থিক আর্থিক সহায়তা এবং তার পরিবারের কোনো সদস্যকে সরকারি স্থায়ী চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি।