Barrackpore: বিজেপির ব্যানার-পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুরভোটের আবহে আবারও অশান্ত ব্যারাকপুর। এবার বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনি…

পুরভোটের আবহে আবারও অশান্ত ব্যারাকপুর। এবার বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনি এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার বেশ কিছু বিজেপি কর্মী ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী জয়ন্তী পালের সমর্থনে ওই এলাকায় ব্যানার পোস্টার লাগাচ্ছিল । অভিযোগ, সেই সময় ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, এবং ওই বিজেপি কর্মীদের হুমকি দিতে শুরু করে। এর পাশাপাশি বিজেপি প্রার্থী জয়ন্তী পালের সমর্থনে আনা পোস্টার ছিঁড়ে দেয় এবং নর্দমায় ফেলে দেয় । এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই বিজেপি কর্মীরা। এরপর তিনি টিটাগর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়ে দলের তরফ থেকে । যদিও এই ঘটনার বিষয় অস্বীকার করেছে শাসক দল। পুরভোটের আবহে এহেন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে।

   

এ বিষয়ে ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক, ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উত্তম দাস জানান, ‘এই মুহূর্তে ব্যারাকপুরে বিজেপির কিছু নেই। কিছু না পেয়ে এখন এ ধরনের অভিযোগই এখন ওদের মূল হাতিয়ার। বিজেপিই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। যদি এই ঘটনার সঙ্গে আমাদের দলের কর্মীদের যোগ থাকার প্রমাণ মেলে তাহলে ওপর মহল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।’