বাংলাজুড়ে নতুন করে ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার ঈদের দিনে ভিজবে একের পর এক জেলা বলে খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। মাঝে মধ্যে কালো মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে রোদ। তারপর ফের যে কে সেই অবস্থা। এদিকে আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ নিম্নমুখী। যদিও সুখের দিন শেষ হতে চলেছে।
আলিপুর জানাচ্ছে, আজ উপকূলের কাছাকাছি আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাজ্যজুড়ে এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া অবধি বইবে বলে খবর।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে অনেক রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যগুলিতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পাশাপাশি সিকিমের মঙ্গন জেলায় আজ শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।