FC Goa: মুম্বাই ছেড়ে গোয়ায় আসতে পারেন এই বিদেশি ফুটবলার, জানুন

শেষ মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার দারুণ ছন্দে রয়েছে এফসি গোয়া (FC Goa)। অনেক আগেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গিয়েছে মানালো…

Jorge Pereyra Día

শেষ মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার দারুণ ছন্দে রয়েছে এফসি গোয়া (FC Goa)। অনেক আগেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গিয়েছে মানালো মার্কেজের ফুটবল দল। এবার পয়েন্ট টেবিলে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই তাদের। আগামী ১৪ এপ্রিল ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে খেলতে নামবে এফসি গোয়া। এখন দলের ফুটবলারদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা সকলের। উল্লেখ্য, গত কয়েকটি মরশুম তাদের জন্য খুব একটা সুখকর না থাকলেও এবার সমস্ত কিছু ভুলে চূড়ান্ত সাফল্য পাওয়ার দিকেই নজর রয়েছে তাদের।

সেইমতো ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন দলের কোচ। পাশাপাশি এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। পূর্বেই দলের তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে গোয়া ব্রিগেড। যা নিঃসন্দেহে খুশি‌ করেছে দলের সমর্থকদের। তবে সেখানেই শেষ নয়। আইএসএলের দ্বিতীয় লেগের শুরুতে দলে আসেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। তার পারফরম্যান্স নিয়ে ও যথেষ্ট খুশি সকলে। তাই মাঝমাঠের শক্তি বাড়াতে এই তারকার সঙ্গে ও চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেয় আইএসএলের এই শক্তিশালী ফুটবল ক্লাব।‌ এছাড়াও নতুন সিজনের জন্য, আরেক শক্তিশালী ক্লাব জামশেদপুর এফসির অন্যতম তরুণ ফুটবলার কোমল থাটালের সঙ্গে ও কথাবার্তা শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট।

তবে শুধু ভারতীয় ফুটবলার নয়। বিদেশি ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে এই ফুটবল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির ফুটবলার জর্জ পেরেইরা দিয়াজকে নিতে যথেষ্ট আগ্রহী গোয়া। চলতি মরশুমে তার পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সকলের। সেই জন্যই এই ফুটবলারের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই বছরের মে মাস পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।

তারপর আদৌ তাকে মুম্বাই রাখতে চাইবে কিনা তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, সদ্য আইএসএলের যোগ্যতা অর্জনকারী দল মহামেডান স্পোর্টিং থেকে শুরু করে গোয়ার মত শক্তিশালী দল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত তিনি মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নিলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের কাছে।