Shravasti: আগুনের তাণ্ডবে ছাই দুই শতাধিক কৃষকের হাজার হাজার বিঘা গম

উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে (Shravasti) আগুনের বেলেল্লাপনা থামছে না। প্রতিদিনই আগুনের কবলে পড়ছে কৃষকের হাজার হাজার বিঘা গম। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একইভাবে আজও অজ্ঞাত…

Massive Wheat Crop Loss in Shravasti

উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে (Shravasti) আগুনের বেলেল্লাপনা থামছে না। প্রতিদিনই আগুনের কবলে পড়ছে কৃষকের হাজার হাজার বিঘা গম। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একইভাবে আজও অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক কৃষকের শতাধিক বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে শত শত বিঘা গমের ফসল আগুনে পুড়ে যায়। অগ্নিশিখা দূর-দূরান্তে দেখা যায়। সব জায়গায় শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাটি শ্রাবস্তি জেলার মালহিপুর থানার ভগবানপুর, রামওয়াপুর এবং রামগড়ি থেকে জানা গেছে।

দাঁড়িয়ে থাকা গম ফসলে আগুন লেগেছে
এখানে অজ্ঞাত কারণে দাঁড়িয়ে থাকা গমের ফসলে আগুন লেগেছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, একটানা পানি ঢাললেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কৃষকদের কয়েক হাজার বিঘা জমির গমের ফসল পুড়ে যায়। এতে তিন গ্রামের প্রায় দুই শতাধিক কৃষকের গম ফসল ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। ফায়ার টেন্ডার, রাজস্ব দল ও কৃষকরা অনেক চেষ্টার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন কৃষকরা
রাজস্ব দল ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গতকাল যমুনার তরাই এলাকায় শতাধিক বিঘা গমের ফসল আগুনে পুড়ে যায়। আজ আবারও শতাধিক বিঘা গমের ফসলে অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত হাজার হাজার বিঘা গমের ফসল নষ্ট হলেও প্রশাসন নির্বিকার বসে আছে।