আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম বাংলা সহ সমগ্র দেশ। এদিকে শাসক-বিরোধী তরজা যেন থামতেই চাইছে না বাংলায়। আজ বৃহস্পতিবার নতুন করে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
তিনি বলেন, “সবকিছুই এখন নির্বাচন কমিশনের অধীনে, তাই রাজ্যপালের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সঙ্গে দেখা করা, কারণ তাঁরা তাঁকে রাজ্যপাল হিসেবে মানছেন না। তৃণমূল যে মোট টাকা পেয়েছে তার ৯৭ শতাংশই ইলেক্টোরাল বন্ড থেকে, বিজেপি পেয়েছে মাত্র ৫০ শতাংশ।” সন্দেশখালি ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায় সম্পর্কে সুকান্ত বলেন, “গোটা জাতির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে রাজ্যের পুলিশ ব্যবস্থার উপর বিচার বিভাগের কোনও আস্থা নেই।”
সিএএ ইস্যুতে বালুরঘাটের এই বিদায়ী সাংসদ জানান, “আমরা স্পষ্ট করে বলছি যে সিএএ এমন একটি আইন যা নাগরিকত্ব দেয় এবং এতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছেন। এটা সম্ভব নয় এবং আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বেশি আসন জিতব, কিন্তু যদি আমরা অনুমানমূলকভাবে ধরে নিই যে তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের সবকটিতেই জিতবে, সেই শর্তেও সিএএ কার্যকর করা হবে।”
#WATCH | Balurghat: West Bengal BJP president Sukanta Majumdar says, “Everything is under election commission now and hence the governor shouldn’t entertain and meet Abhishek Banerjee & team as they don’t take him as the governor… 97% of the total money that the TMC has… pic.twitter.com/QE0RmLLn1p
— ANI (@ANI) April 11, 2024
Balurghat: On the CAA, West Bengal BJP president Sukanta Majumdar says, “We are saying it clearly that the CAA is a law that grants citizenship and doesn’t devoid anyone of it. Mamata Banerjee is trying to create fear in the minds of the people. It’s not possible and we will win…
— ANI (@ANI) April 11, 2024