Durga Puja Carnival: বন্ধ করে দাও কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে কবীর সুমনের খোলা চিঠি

কলকাতায় (Kolkata) দুর্গাপূজা বিসর্জন কার্নিভালের (Durga Puja Carnival) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। রাজ্য সরকার ও ইউনেস্কো (UNESCO) প্রতিনিধিরা থাকবেন অনুষ্ঠানে। হাজার চাকরি প্রার্থীর ক্ষোভ…

কলকাতায় (Kolkata) দুর্গাপূজা বিসর্জন কার্নিভালের (Durga Puja Carnival) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। রাজ্য সরকার ও ইউনেস্কো (UNESCO) প্রতিনিধিরা থাকবেন অনুষ্ঠানে। হাজার চাকরি প্রার্থীর ক্ষোভ নিয়ে রাজনৈতিক বিতর্ক ধরে কার্নিভাল বন্ধের দাবি উঠে়ছে। তবে TMC সরকার অনড়। এই অবস্থায় মালবাজারের বিপর্যয় (Malbazar Flash Flood) প্রসঙ্গ তুলে কার্নিভাল বন্ধের আহ্বান জানালেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন (Kbaire Suman)।

কার্নিভাল বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন । প্রাক্তন সাংসদ ও শিল্পী কবীর সুমন। তাঁর দাবি ‘মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহনাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও।’

   

বিজয়া দশমীর দিন জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীর হড়পা বানে অনেক দর্শনার্থী ভেসে যান। সরকারি হিসেবে নিহত ৮ জন। এখনও অনেকে নিখোঁজ। এর পর শুক্রবার বিভিন্ন জেলায় বিসর্জন কার্নিভাল হলেও জলপাইগুড়িতে অনুষ্ঠান বাতিল করা হয়। কিন্তু শনিবার কলকাতায় কার্নিভাল।

কবীর সুমন লিখেছেন,
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি –
মাননীয়া, আমি তোমার বিরোধী নই। মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে জনহিতকর কাজগুলি তুমি করেছ, করে চলেছ সেগুলির তুলনা নেই।

আজ আমার একটি অনুরোধ: মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহনাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার কোনটা করণীয় কোনটা করণীয় নয় তা বলে দেবার আমি কে? তিয়াত্তরে চলতে থাকা তোমার এক সহনাগরিক হিসেবে আমি তোমায় অনুরোধ করতে পারি মাত্র।

সনির্বন্ধ অনুরোধ: মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো।

মাননীয়া, আমি সেই লোকটা যে – তোমার আজকের ভক্ত স্তাবকরা যখন তোমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছিল – নিজের টিভি অনুষ্ঠান- সঞ্চালকের চাকরির তোয়াক্কা না করে তোমার অনশন মঞ্চে ছুটে গিয়েছিল, তোমার পক্ষ নিয়েছিল। এক পাও নড়েনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা, আজ মহাশ্বেতা দেবী থাকলে আমার ধারণা একই অনুরোধ জানাতেন।

অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।

বিনীত
সহনাগরিক
কবীর সুমন
৮, ১০, ২২