পঞ্চায়েত ভোটে প্যারা টিচার-মেডিকেল অফিসার নয়: কমিশন

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা যাবে না প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের জানাল রাজ্য নির্বাচন কমিশন। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশের…

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা যাবে না প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের জানাল রাজ্য নির্বাচন কমিশন।

জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।

   

এর আগেই ,একাধিক জেলায় মেডিক্যাল অফিসার এবং প্যারা টিচারদের চতুর্থ নির্বাচনী অফিসার বা ফোর্থ পোলিং অফিসার হিসাবে নিয়োগ করার খবর সামনে এসেছে।

জানা যাচ্ছে, জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, পার্শ্ব শিক্ষক, মেডিকেল অফিসারদের চতুর্থ নির্বাচনী অফিসার হিসেবে নিয়োগ করা চলবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের নজরে এসেছে বিভিন্ন জেলায় প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে নিযুক্ত করা হচ্ছে।

কমিশনের নির্দেশ, প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার পদে নিয়োগ করা যাবে না। যেখানে মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে, তাদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ঘোষণা করা হয়েছে, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে ভোটের কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।