Tuesday, November 28, 2023
HomeBharatRajasthan: পুলিশকর্মীদের মদতে দলিত যুবতীকে ধর্ষণ খুনের অভিযোগ

Rajasthan: পুলিশকর্মীদের মদতে দলিত যুবতীকে ধর্ষণ খুনের অভিযোগ

রাজস্থানের বিকানেরে ২০ বছর বয়সী এক দলিত যুবতীকে অপহরণ, গণধর্ষণ এবং খুনের অভিযোগে দুই কনস্টেবল সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

   

বিকানেরের একটি গ্রামের বাসিন্দা ২০ বছর বয়সী যুবতী, কম্পিউটার ক্লাসের জন্য খাজুওয়ালায় যাতায়াত করতো। নির্যাতিতার পরিবার জানিয়েছে, প্রধান অভিযুক্ত দিনেশ বিষ্ণোই গত ১৫ দিন ধরে ওই কিশোরীকে অনুসরণ করছিল।

অভিযুক্ত দীনেশ খাজুওয়ালা থানার দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে, মঙ্গলবার সকালে ওই যুবতীর কোচিং সেন্টারে পৌঁছে গিয়ে তাকে অপহরণ করে।

এরপর অভিযুক্তরা তাকে দীনেশের বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্যাতিতার উপর শারীরিক অত্যাচার চালিয়ে তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়।

নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, গণধর্ষণ ও হত্যাকাণ্ড গোপন করার চেষ্টায় অভিযুক্তরা খাজুওয়ালার একটি সিনেমা হলের কাছে তার মেয়ের দেহ ফেলে দিয়ে যায়।

জানা গিয়েছে, দুই কনস্টেবলের নাম ভগীরথ বিষ্ণোই এবং মনোজ বিষ্ণোই। তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Latest News