স্বপ্নদীপের মৃত্যুর তদন্তে UGC পাঠাচ্ছে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড

যাদবপুরে ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করল ইউজিসি। সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে UGC-র অ্যান্টি র‌্যাগিং দল। সোমবার বৈঠকে…

Jadavpur University: Police Uncover Vital and Sensational Details Regarding Saurabh Chowdhury

যাদবপুরে ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করল ইউজিসি। সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে UGC-র অ্যান্টি র‌্যাগিং দল। সোমবার বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি। তারপর সেই রিপোর্ট দেওয়া হবে ইউজিসি-কে।

পড়াশোনার বিচারে রাজ্য তথা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বারবার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন ইউজিসি। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ইউজিসি-র কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই ইউজিসি-র একটি বিশেষ দল তারা রাজ্যে আসছে।

এছাড়াও সোমবার ইউজিসি একটি প্রাথমিক রিপোর্ট তলব করেছে বিশ্ববিদ্যালয়ের কাছে। সেই রিপোর্ট জমা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বৈঠকে বসছে। শুধু তাই নয়, বৈঠকে বসতে চলেছে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড’।

প্রসঙ্গত, স্বপ্নদীপের মৃত্যুতে জড়িত থাকার সন্দেহে যাদবপুরের ১০ থেকে ১২ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হস্টেল থেকে উদ্ধার হওয়া একটি কালো ডায়রিকে নিয়ে রহস্য দানা বাঁধছে। যাদবপুর ছাত্রমৃত্যু ঘটনায় আরও দুই ছাত্রকে গ্রেফতার করা হল। গ্রেফতার হয়েছেন বছর উনিশের দীপশেখর দত্ত, বছর কুড়ির মনোতোষ ঘোষ নামে দুই পড়ুয়া। আগেই গ্রেফতার হয়েছিল সৌরভ চৌধুরী। সূত্রের খবর, এই দুইজন সৌরভ চৌধুরীর খুবই কাছের। ওই হোস্টেলে সৌরভ কার্যত ‘দাদা’ হয়ে উঠেছিল।

উল্লেখ্য, শনিবার যাদবপুর থানায় এসেছিলেন জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খ শুভ্র চক্রবর্ত্তী। এসেছিলেন ডেপুটি কমিশনার সাউথ সাব আর্বান ডিভিশন বিদিশা কলিতা। শঙ্খ শুভ্র চক্রবর্তীর সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন তিনিও।