SSC Scam: নতুন শিক্ষক নিয়োগ ‘আই ওয়াশ’ মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি থেকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগ, সব ক্ষেত্রেই দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এরই মধ্যে ২০১৬ সালের…

Justice Abhijit Gangopadhyay

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি থেকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগ, সব ক্ষেত্রেই দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এরই মধ্যে ২০১৬ সালের প্যানেল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দফতর। আদালতে একথা জানানো হয়েছে এসএসসির তরফেও। যদিও পুরো ব্যাপারটাকে ‘আই ওয়াশ’ বলেই জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

Read More: SSC Scam: অতি উৎসাহী তৃণমূল কর্মীদের সংযমের বার্তা দিলেন পার্থ

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে নবম-দশমে ১,৯৩২টি এবং একাদশ-দ্বাদশে ২৪৭টি পদ তৈরি করা হবে। এ ছাড়াও গ্রুপ সি-র জন্য ১,১০২টি এবং গ্রুপ ডি-র ১,৯৮০টি পদ রয়েছে। কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি পদ রয়েছে ওই তালিকায়।

আদালতের নিয়ম মেনে নিয়োগ হবে বলে জানান কমিশনের আইনজীবী সম্রাট সেন। আদালতকে মান্যতা দিয়েই নিয়োগ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Read More: SSC Scam: পার্থর মহাবিপদ, রক্ষাকবচ দিল না আদালত

এবিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যেখানে নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে নতুন করে বিজ্ঞপ্তি ঘোষণা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়৷ তিনি জানিয়েছেন, সরকারের নয়া বিজ্ঞপ্তির সঙ্গে এসএসসি নিয়োগ মামলার সরাসরি সম্পর্ক আছে বলে মনে করছি না। ওই বিজ্ঞপ্তি নিয়ে কিছু সংশয় রয়েছে। ফলত, তা নিয়ে এখনই কিছু করবে না আদালত।

<

p style=”text-align: justify;”>তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে মামলাকারী এবং আদালতের ওপর চাপ তৈরি করা হচ্ছে বলেই অভিমত আইনজীবী ফিরদৌস শামিমের৷ রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি আসলে চাপের কৌশল বলেই মনে করছেন তিনি৷